, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ের বোদা বলরাম হাট বানিয়াপাড়ায় একটি লাশ উদ্ধার ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যু কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় উত্তেজনা কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা নেশার টাকা না শশুর বাড়িতে আগুন ‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার — গ্রেপ্তার ২ ‎ বগুড়া শেরপুরে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এক উদীয়মান নেতৃত্ব দিতে চান — প্রভাষক আতাউর রহমান

প্রচন্ড তাপে কলকাতার মার্কেট থেকে রাস্তাঘাট ও বাসে যাত্রী, ক্রেতা শুনশান

প্রচন্ড তাপে কলকাতার মার্কেট থেকে রাস্তাঘাট ও বাসে যাত্রী, ক্রেতা শুনশা

আজ ৭ই মে বুধবার, কলকাতায় তাপমাত্রা এতটাই বেশি, জনবহুল নিউমার্কেট থেকে শুরু করে পাশাপাশি বিভিন্ন মার্কেট সহ রাস্তাঘাট এবং বাসে যাত্রী শুনশান, চোখে না পড়ার মতো, শুধু তাই নয় ওলা, উবের থেকে শুরু করে অন্যান্য জান বহনকারী গুলিও সারিবদ্ধভাবে কলকাতার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে, গাড়ির চালকেরা গাড়ি রেখে কেউ কেউ মেট্রো স্টেশন, কেউবা ছাতার তলায় দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা গাড়ি গুলি দাঁড়িয়ে রয়েছে প্যাসেঞ্জার না পেয়ে চালকেরা হতাশ। গাড়ি চালকেরা জানান আজ মালিকের পয়সা কিভাবে দেব সেই চিন্তায় পড়েছি।

অন্যদিকে নিউমার্কেট সহ কয়েকটি মার্কেটে গিয়ে দেখা গেলো একই অবস্থা, বিক্রেতারা দোকান পাট খুলে ছাতার তলায় থাকলেও, ক্রেতাদের সংখ্যা হাতে গোনার মতো, এবং বেশ কিছু ক্রেতাকে তাদের ছাতার তলায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটু স্বস্তির জন্য।, বিক্রেতাদেরও কপালে হাত, তারা বলেন কয়েকদিন যাবত প্রচন্ড গরম পড়ায় ক্রেতাদের সংখ্যা অনেক কমে গিয়েছে, তার উপর চলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা, স্বভাবতই বিক্রি নাই বললেই চলে।

আজ ওই প্রচন্ড গরমে রয়েছে খেলা, সন্ধে সাতটায় শুরু হবে খেলা, প্রচন্ড গরমেও কিছু খেলা প্রেমী, তারা মাঠে যাবেন, এবং চতুর্দিকে প্রশাসনের কড়া নিরাপত্তা থাকায় , স্বভাবতই বিক্রি বাটাতো কমবেই, শুধু রাস্তাঘাট ও বাস নয়, মেট্রোতে প্রচুর পরিমাণে যাত্রী সংখ্যা কমে গিয়েছে এই প্রচন্ড দুপুরের গরমে।

জনপ্রিয়

পঞ্চগড়ের বোদা বলরাম হাট বানিয়াপাড়ায় একটি লাশ উদ্ধার

প্রচন্ড তাপে কলকাতার মার্কেট থেকে রাস্তাঘাট ও বাসে যাত্রী, ক্রেতা শুনশান

প্রকাশের সময় : ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রচন্ড তাপে কলকাতার মার্কেট থেকে রাস্তাঘাট ও বাসে যাত্রী, ক্রেতা শুনশা

আজ ৭ই মে বুধবার, কলকাতায় তাপমাত্রা এতটাই বেশি, জনবহুল নিউমার্কেট থেকে শুরু করে পাশাপাশি বিভিন্ন মার্কেট সহ রাস্তাঘাট এবং বাসে যাত্রী শুনশান, চোখে না পড়ার মতো, শুধু তাই নয় ওলা, উবের থেকে শুরু করে অন্যান্য জান বহনকারী গুলিও সারিবদ্ধভাবে কলকাতার বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে, গাড়ির চালকেরা গাড়ি রেখে কেউ কেউ মেট্রো স্টেশন, কেউবা ছাতার তলায় দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা গাড়ি গুলি দাঁড়িয়ে রয়েছে প্যাসেঞ্জার না পেয়ে চালকেরা হতাশ। গাড়ি চালকেরা জানান আজ মালিকের পয়সা কিভাবে দেব সেই চিন্তায় পড়েছি।

অন্যদিকে নিউমার্কেট সহ কয়েকটি মার্কেটে গিয়ে দেখা গেলো একই অবস্থা, বিক্রেতারা দোকান পাট খুলে ছাতার তলায় থাকলেও, ক্রেতাদের সংখ্যা হাতে গোনার মতো, এবং বেশ কিছু ক্রেতাকে তাদের ছাতার তলায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটু স্বস্তির জন্য।, বিক্রেতাদেরও কপালে হাত, তারা বলেন কয়েকদিন যাবত প্রচন্ড গরম পড়ায় ক্রেতাদের সংখ্যা অনেক কমে গিয়েছে, তার উপর চলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা, স্বভাবতই বিক্রি নাই বললেই চলে।

আজ ওই প্রচন্ড গরমে রয়েছে খেলা, সন্ধে সাতটায় শুরু হবে খেলা, প্রচন্ড গরমেও কিছু খেলা প্রেমী, তারা মাঠে যাবেন, এবং চতুর্দিকে প্রশাসনের কড়া নিরাপত্তা থাকায় , স্বভাবতই বিক্রি বাটাতো কমবেই, শুধু রাস্তাঘাট ও বাস নয়, মেট্রোতে প্রচুর পরিমাণে যাত্রী সংখ্যা কমে গিয়েছে এই প্রচন্ড দুপুরের গরমে।