, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

বগুড়া শেরপুর থানা পুলিশের অভিযানে ২৪৮ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার -১

বগুড়ার শেরপুর থানা পুলিশের অভিযানে ২,শত ৪৮ লিটার দেশীয় অবৈধ মাদকদ্রব্য মদ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সিয়াম হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ১৬ই মে রাত্রি ১০ টার দিকে শেরপুর পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুর সাকিনস্থ ঢাকা টু রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বে সিটি ব্যাংকের সামনে পশ্চিম পার্শ্বে চেকপোস্ট বগুড়ার দিক হইতে একটি সিএনজি ঘটনাস্থলে আসলে সংকেত এর মাধ্যমে থামানোর সাথে সাথেই উক্ত সিএনজির সামনে ড্রাইভারের দুই পার্শ্বে বসে থাকা ২জন এবং পিছনে বসে থাকা ১জন ব্যক্তি দৌড়ে পলায়ন করে।

এরপর সিএনজির চালকের আসনে বসে থাকা ড্রাইভার সেলিম মৃধা (৫৭), পিতা-মৃত আব্দুল জলিল মৃধা, স্থায়ী সাং-চকসূত্রাপুর সওদাগরপাড়া, বর্তমান সাং-চারমাথা শৈল্যালপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে আটক করিয়া সিএনজি তল্লাশি করতঃ পিছনের সিটের উপরে ও নিচে (ক) সর্বমোট ৬টি সাদা প্লাষ্টিকের বস্তা মধ্যে সাদা রংয়ের বোতলে ২৪৮ লিটার দেশীয় চোলাইমদ এবং মাদকবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি যাহার রেজিষ্ট্রেশন নং-বগুড়া-থ ১১-৫৬০৬ উদ্ধার পূর্বক আসামীসহ পলাতক আসামী শ্রী রাজিব চন্দ্র (৩২), পিতা-শ্রী শংকর বাঁশফোড়, স্থায়ী সাং-চকসূত্রাপুর হরিজন কলোনী, থানা-বগুড়া সদর, বর্তমান সাং-রামচন্দ্রপুরপাড়া (সুইপাড় কলোনী), থানা-শেরপুর, জেলা-বগুড়া, শ্রী হৃদয় বাঁশফোড় (৩০), পিতা-মৃত লালজী বাঁশফোড়, সাং-রামচন্দ্রপুরপাড়া (সুইপাড় কলোনী), থানা-শেরপুর, জেলা-বগুড়া, ৪। শ্রী সুজন (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-

চকসূত্রাপুর হরিজন কলোনী, থানা-বগুড়া সদর, সর্বজেলা-বগুড়াদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার (১৭ই মে) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

জনপ্রিয়

বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

বগুড়া শেরপুর থানা পুলিশের অভিযানে ২৪৮ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার -১

প্রকাশের সময় : ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

বগুড়ার শেরপুর থানা পুলিশের অভিযানে ২,শত ৪৮ লিটার দেশীয় অবৈধ মাদকদ্রব্য মদ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সিয়াম হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ১৬ই মে রাত্রি ১০ টার দিকে শেরপুর পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুর সাকিনস্থ ঢাকা টু রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বে সিটি ব্যাংকের সামনে পশ্চিম পার্শ্বে চেকপোস্ট বগুড়ার দিক হইতে একটি সিএনজি ঘটনাস্থলে আসলে সংকেত এর মাধ্যমে থামানোর সাথে সাথেই উক্ত সিএনজির সামনে ড্রাইভারের দুই পার্শ্বে বসে থাকা ২জন এবং পিছনে বসে থাকা ১জন ব্যক্তি দৌড়ে পলায়ন করে।

এরপর সিএনজির চালকের আসনে বসে থাকা ড্রাইভার সেলিম মৃধা (৫৭), পিতা-মৃত আব্দুল জলিল মৃধা, স্থায়ী সাং-চকসূত্রাপুর সওদাগরপাড়া, বর্তমান সাং-চারমাথা শৈল্যালপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে আটক করিয়া সিএনজি তল্লাশি করতঃ পিছনের সিটের উপরে ও নিচে (ক) সর্বমোট ৬টি সাদা প্লাষ্টিকের বস্তা মধ্যে সাদা রংয়ের বোতলে ২৪৮ লিটার দেশীয় চোলাইমদ এবং মাদকবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি যাহার রেজিষ্ট্রেশন নং-বগুড়া-থ ১১-৫৬০৬ উদ্ধার পূর্বক আসামীসহ পলাতক আসামী শ্রী রাজিব চন্দ্র (৩২), পিতা-শ্রী শংকর বাঁশফোড়, স্থায়ী সাং-চকসূত্রাপুর হরিজন কলোনী, থানা-বগুড়া সদর, বর্তমান সাং-রামচন্দ্রপুরপাড়া (সুইপাড় কলোনী), থানা-শেরপুর, জেলা-বগুড়া, শ্রী হৃদয় বাঁশফোড় (৩০), পিতা-মৃত লালজী বাঁশফোড়, সাং-রামচন্দ্রপুরপাড়া (সুইপাড় কলোনী), থানা-শেরপুর, জেলা-বগুড়া, ৪। শ্রী সুজন (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-

চকসূত্রাপুর হরিজন কলোনী, থানা-বগুড়া সদর, সর্বজেলা-বগুড়াদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার (১৭ই মে) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।