
ভারতের মেঘালয় ও আসামে টানা ভারি বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোণা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে।
বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট ‘আবহাওয়া ডটকম’-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ মঙ্গলবার (২০ মে) এই সতর্কবার্তা দেন। তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব জেলার নদ-নদীতে পাহাড়ি ঢল দেখা দিতে পারে।
পলাশ বলেন, “মঙ্গলবার থেকে বুধবার দুপুর ১২টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।”
এদিকে, শেরপুরে গত চার দিন ধরে থেমে থেমে বৃষ্টির ফলে জেলার নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। চেল্লাখালী নদীর পানি ইতোমধ্যেই বিপৎসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় নদীটির পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে, যা সোমবার রাত ১০টায় ছিল ৩৯ সেন্টিমিটারের ওপরে।
ভোর থেকে মুষলধারে বৃষ্টি ও উজানের পানির চাপে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছে পাউবো।
এমন অবস্থায় সংশ্লিষ্ট জেলার প্রশাসন ও বাসিন্দাদের বন্যা পরিস্থিতির জন্য সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।