, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

তারুণ্যের উচ্ছ্বাস

  • প্রকাশের সময় : ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ২৯৯ পড়া হয়েছে

কলমে- শিউলি আরোহী

ব্যাস্ততা ফুরিয়ে তটে এসে তরী ভীরবে

তোমার ও অবসর মেলবে

প্রভাতে মৃদু হেসে প্রকৃতিতে মিশবে,

গহন পথে অভীষ্ট হয়ে

নিজেকে পরিপক্ক করবে

অভ্র আলিঙ্গনে তিক্ত মন

মিহির স্পর্শে মিষ্টি হবে

বসন্তের সব রঙ শরতের শুভ্রতা একদিন তোমার হবে

এই যে দুনিয়ার কত শত ব্যাস্ততা তোমায় আকঁরে ধরে আখিঁ-নীরে বিষন্ন করছে!

দেখবে একদিন, তুমি দেখে নিও,

শোভাময় প্রত্যাশা পূরণের সান্নিধ্যে একদিন তারুণ্য তোমায় উঁকি দেবে

সময় ফুরিয়ে যাবে

তোমারও অবসর মিলবে

তারুণ্য তোমায় উকিঁ দেবে

অতঃপর পাবেনা ফিরে তারুণ্যের উচ্ছ্বাস!

জনপ্রিয়

পটিয়ায় গৃহকর্তার অনুপস্থিত এ ১২লাখ টাকা চুরি

তারুণ্যের উচ্ছ্বাস

প্রকাশের সময় : ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

কলমে- শিউলি আরোহী

ব্যাস্ততা ফুরিয়ে তটে এসে তরী ভীরবে

তোমার ও অবসর মেলবে

প্রভাতে মৃদু হেসে প্রকৃতিতে মিশবে,

গহন পথে অভীষ্ট হয়ে

নিজেকে পরিপক্ক করবে

অভ্র আলিঙ্গনে তিক্ত মন

মিহির স্পর্শে মিষ্টি হবে

বসন্তের সব রঙ শরতের শুভ্রতা একদিন তোমার হবে

এই যে দুনিয়ার কত শত ব্যাস্ততা তোমায় আকঁরে ধরে আখিঁ-নীরে বিষন্ন করছে!

দেখবে একদিন, তুমি দেখে নিও,

শোভাময় প্রত্যাশা পূরণের সান্নিধ্যে একদিন তারুণ্য তোমায় উঁকি দেবে

সময় ফুরিয়ে যাবে

তোমারও অবসর মিলবে

তারুণ্য তোমায় উকিঁ দেবে

অতঃপর পাবেনা ফিরে তারুণ্যের উচ্ছ্বাস!