, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহের তারাকান্দা কাকনী ইউনিয়নে সরকারি জায়গা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পানিহরী এলাকায় চৌরাস্তার হারুন মার্কেটের পাশে সরকারি খাস ভূমির উপর থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে লাল মিয়ার বিরুদ্ধে।

 

রবিবার দুপুরের দিকে ওই এলাকায় গিয়ে দেখা মেলে ২টি রেইনট্রি করই গাছ কেটে জমিতে ফেলে রেখেছেন। বাকি আরও ১টি গাছ কাটার প্রস্তুতি নিচ্ছেন লাল মিয়া পিতা মৃত মেয়া হোসেন সরকারি জমির গাছ টেন্ডার ছাড়াই কাটার অভিযোগ পাওয়া গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫নং-খতিয়ান কাকনী ইউনিয়ন,পানিহরী মৌজার সাবেক দাগ-৬০৩(CS)
হাল দাগ-১৪৫৮ ভূমীর পরিমান-৩২ শতাংশ ভূমি-খাস খতিয়ানে রয়েছে । সরকারি কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে দুটি গাছ কেটে ফেলেছেন স্থানীয় প্রভাবশালীরা।

 

কেটে নেওয়া দুইটি গাছগুলোর মূল্য আনুমানিক এক লাখ টাকা হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন বলেন,তারাকান্দা উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

তারাকান্দা উপজেলা উপ সহকারী কমিশনার(ভুমি) সৈয়দা তামান্না হোরায়রা দিকনির্দেশে তারাকান্দা ভূমি অফিসের সার্ভেয়ার, সহ কাকনী ইউনিয়ন পানিহরী
এলাকায় সকলের’উপস্থিত বিঃদ্রঃ আইনি সকল কাগজপত্র দেখে এলাকার জনসম্মুখে, দিবা-লোকে প্রকাশ্যে সার্ভেয়ারের তত্ত্বাবধানে জমির মাপ-জোক করে সীমানা নির্ধারণ করে দিয়ে আসেন ২৭ মে ( মঙ্গলবার )। প্রভাবশালীদের কাটাকৃত গাছও জব্দ করা হয়েছে।

জনপ্রিয়

ময়মনসিংহের তারাকান্দা কাকনী ইউনিয়নে সরকারি জায়গা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রকাশের সময় : ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পানিহরী এলাকায় চৌরাস্তার হারুন মার্কেটের পাশে সরকারি খাস ভূমির উপর থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে লাল মিয়ার বিরুদ্ধে।

 

রবিবার দুপুরের দিকে ওই এলাকায় গিয়ে দেখা মেলে ২টি রেইনট্রি করই গাছ কেটে জমিতে ফেলে রেখেছেন। বাকি আরও ১টি গাছ কাটার প্রস্তুতি নিচ্ছেন লাল মিয়া পিতা মৃত মেয়া হোসেন সরকারি জমির গাছ টেন্ডার ছাড়াই কাটার অভিযোগ পাওয়া গেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫নং-খতিয়ান কাকনী ইউনিয়ন,পানিহরী মৌজার সাবেক দাগ-৬০৩(CS)
হাল দাগ-১৪৫৮ ভূমীর পরিমান-৩২ শতাংশ ভূমি-খাস খতিয়ানে রয়েছে । সরকারি কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে দুটি গাছ কেটে ফেলেছেন স্থানীয় প্রভাবশালীরা।

 

কেটে নেওয়া দুইটি গাছগুলোর মূল্য আনুমানিক এক লাখ টাকা হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন বলেন,তারাকান্দা উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

তারাকান্দা উপজেলা উপ সহকারী কমিশনার(ভুমি) সৈয়দা তামান্না হোরায়রা দিকনির্দেশে তারাকান্দা ভূমি অফিসের সার্ভেয়ার, সহ কাকনী ইউনিয়ন পানিহরী
এলাকায় সকলের’উপস্থিত বিঃদ্রঃ আইনি সকল কাগজপত্র দেখে এলাকার জনসম্মুখে, দিবা-লোকে প্রকাশ্যে সার্ভেয়ারের তত্ত্বাবধানে জমির মাপ-জোক করে সীমানা নির্ধারণ করে দিয়ে আসেন ২৭ মে ( মঙ্গলবার )। প্রভাবশালীদের কাটাকৃত গাছও জব্দ করা হয়েছে।