, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

“রাজার”আকুতি এ সমাজ কি আমাকে ভাল থাকতে,ভাল হতে দিবে না 

  • প্রকাশের সময় : ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৪০০ পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

২৫/২৬ বছরের টকবগে যুবক মোঃ রাজা। জন্ম জেনেভা ক্যাম্পের. বি ব্লক মোহাম্মদপুর। পরিবেশ পরিস্থিতির কারণে রাজা বিপদগামি কিছু লোকের মাঝে থেকে তার বেড়ে উঠা। ছোট বেলা থেকেই রাজা তার আশ-পাশের পরিবেশের সাথে তাকে মানিয়ে নিতে খুব কষ্ট হত কিন্তু তার আশ পাশের বড় ভাইদের হুকুম পালন করতে গিয়ে তার মনের অবাধ্যে অনেক অন্যায় কাজ করতে হয়েছে।রাজা ছোটবেলা থেকেই এ সমস্ত কাজ তার মন থেকে মেনে নিতে না পারলেও এলাকার বড় ভাইদের নির্দেশ পালন ছাড়া রাজার কোন উপায় ছিল না।বছর খানেক আগে রাজা তার সহপাঠিদের পরিস্কার ভাবে জানিয়ে দেয় এলাকার বড় ভাইদের অন্যায় আবদার পালন করা সম্ভব না। সে একটা “অটো পার্টস” দোকান খুলে ব্যবসা করবে কিন্তু কোন ভাবেই ঐ চক্র তাকে তাদের নিয়ন্ত্রণ থেকে বেড়িয়ে আসতে দিচ্ছে না বরং রাজার উপরে তাদের নজর-দারি আরও বাড়িয়ে দেয় | রাজা বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের এড়িয়ে চলতে গিয়ে রাজা তার এলাকার বড় ভাই ও বিপদগামি কিছুু বন্ধুদের রোশানলে পরে |বিগত বছরের ১৪ জুলাইয়ে আদাবর থানায় এক মামলায় তাকে আসামি করা হয় | জামিনে মুক্ত হতে পারেনি।সে চলতি বছরের ৯ এপ্রিল “ইমাম অটো পার্টস” নামে ট্রেড লাইসেন্স করে | রাজা যখন পূরোদমে ব্যবসা শুরু করবে মনস্থির করে, তখন থেকে তার জীবনে জীবনে নেমে আসছে এক দূর্বী সহ অবস্থা | এমন কি তাকে উঠিয়ে নিয়ে করা হয় অমানষিক শারীরিক নির্যাতন | বিগত ৯ এপ্রিল ট্রেড লাইসেন্স নেয়ার পর থেকে এ পর্যন্ত তার নামে মিথ্যা, বানোয়াট ও হয়রানি মূলক ৬টি মামলা দায়ের হয়েছ।এর মধ্যে মোহাম্মদপুর থানায় ৪টি, আদাবর থানায় ১টি ও বনানী থানায় ১টি রয়েছে | রাজা বর্তমানে জেল হাজতে রয়েছেন | রাজার আকুতি এ সমাজ কি আমাকে ভাল হতে বা ভাল থাকতে দিবে না !

জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

“রাজার”আকুতি এ সমাজ কি আমাকে ভাল থাকতে,ভাল হতে দিবে না 

প্রকাশের সময় : ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

২৫/২৬ বছরের টকবগে যুবক মোঃ রাজা। জন্ম জেনেভা ক্যাম্পের. বি ব্লক মোহাম্মদপুর। পরিবেশ পরিস্থিতির কারণে রাজা বিপদগামি কিছু লোকের মাঝে থেকে তার বেড়ে উঠা। ছোট বেলা থেকেই রাজা তার আশ-পাশের পরিবেশের সাথে তাকে মানিয়ে নিতে খুব কষ্ট হত কিন্তু তার আশ পাশের বড় ভাইদের হুকুম পালন করতে গিয়ে তার মনের অবাধ্যে অনেক অন্যায় কাজ করতে হয়েছে।রাজা ছোটবেলা থেকেই এ সমস্ত কাজ তার মন থেকে মেনে নিতে না পারলেও এলাকার বড় ভাইদের নির্দেশ পালন ছাড়া রাজার কোন উপায় ছিল না।বছর খানেক আগে রাজা তার সহপাঠিদের পরিস্কার ভাবে জানিয়ে দেয় এলাকার বড় ভাইদের অন্যায় আবদার পালন করা সম্ভব না। সে একটা “অটো পার্টস” দোকান খুলে ব্যবসা করবে কিন্তু কোন ভাবেই ঐ চক্র তাকে তাদের নিয়ন্ত্রণ থেকে বেড়িয়ে আসতে দিচ্ছে না বরং রাজার উপরে তাদের নজর-দারি আরও বাড়িয়ে দেয় | রাজা বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের এড়িয়ে চলতে গিয়ে রাজা তার এলাকার বড় ভাই ও বিপদগামি কিছুু বন্ধুদের রোশানলে পরে |বিগত বছরের ১৪ জুলাইয়ে আদাবর থানায় এক মামলায় তাকে আসামি করা হয় | জামিনে মুক্ত হতে পারেনি।সে চলতি বছরের ৯ এপ্রিল “ইমাম অটো পার্টস” নামে ট্রেড লাইসেন্স করে | রাজা যখন পূরোদমে ব্যবসা শুরু করবে মনস্থির করে, তখন থেকে তার জীবনে জীবনে নেমে আসছে এক দূর্বী সহ অবস্থা | এমন কি তাকে উঠিয়ে নিয়ে করা হয় অমানষিক শারীরিক নির্যাতন | বিগত ৯ এপ্রিল ট্রেড লাইসেন্স নেয়ার পর থেকে এ পর্যন্ত তার নামে মিথ্যা, বানোয়াট ও হয়রানি মূলক ৬টি মামলা দায়ের হয়েছ।এর মধ্যে মোহাম্মদপুর থানায় ৪টি, আদাবর থানায় ১টি ও বনানী থানায় ১টি রয়েছে | রাজা বর্তমানে জেল হাজতে রয়েছেন | রাজার আকুতি এ সমাজ কি আমাকে ভাল হতে বা ভাল থাকতে দিবে না !