
জাকের পার্টি ছাত্র ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের ভাদসা ইউনিয়নে সড়ক সংস্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭জুন) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভাদসা ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তায় গর্ত ভরাটটের মাধ্যমে সংস্কার কাজ করা হয়।
উক্ত কর্মসূচির নেতৃত্ব দেন জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ।
জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ ইউসুফ আলী নির্দেশনায় অন্যান্য উপজেলাতেও এমন সংস্কার করা হয়েছে।
সে সময় উপস্থিত ছিলেন ভাদসা ইউনিয়ন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ পারভেজ, সাংগঠনিক সম্পাদক জিহাদ, এবং প্রচার সম্পাদক রবিউল ইসলাম।
নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকী মানেই শুধু আনুষ্ঠানিকতা নয়—মানুষের জন্য কিছু করার মধ্যেই প্রকৃত উদযাপন।
তারা আরও বলেন, সমাজকল্যাণ ও নৈতিকতার পথে এভাবেই ছাত্র ফ্রন্ট সামনে এগিয়ে যাবে।