, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিন ঘন্টার বাজারে বিক্রি হয় কোটি টাকার মাছ নিখোঁজ বিজ্ঞপ্তি বগুড়া নন্দীগ্রামে ৭০গ্রাম হেরোইনসহ আটক তিন বগুড়া ধুনটে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ বগুড়া ধুনটে ইছামতি নদী থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার তৃর্ণমুল পর্য়ায়ে মহিলা দলের কার্য়ক্রমকে আরও শক্তিশালী করতে হবে—-রেজাউল করিম বাদশা লালমনিরহাটে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি লালমনিরহাটে ‎একই দিনে, সরকারি দুই প্রতিষ্ঠানে মিলল দুইজনের ঝুলন্ত লাশ ‎লালমনিরহাটের খাতাপাড়া গ্রামের বাসিন্দারা মাদকসেবী ও চোর চক্রের ভয়াল ছোবলে অতিষ্ঠ বগুড়া ধুনটে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি

বগুড়া ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার 

বগুড়ার ধুনটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় নুরুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বগুড়া শহরের ছিলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

নুরুল ইসলাম সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মহিলা কলেজের প্রভাষক ও সোনাহাটা বটতলা এলাকার গফুর সরকারের ছেলে। এর আগে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বটতলা এলাকায় প্রভাষকের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

 

 

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণচেষ্টার শিকার ওই শিশুর বাবার বাড়ি নিমগাছি ইউনিয়নের হাসাপোটল গ্রামে। সে ছোট বেলা থেকেই নানা বাড়িতে থেকে স্থানীয় একটি কেজি স্কুল পড়াশোনা করে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শিশুটি স্কুল থেকে বাড়িতে আসে। পরে দুপুরে খাবার খেয়ে পাশের বাড়ির এক প্রতিবন্ধী শিশুর সাথে খেলতে যায়। এসময় প্রতিবন্ধী ওই শিশুর মামা প্রভাষক নুরুল ইসলাম বাড়িতে কেউ না থাকার সুযোগে ভুক্তভোগী শিশুটিকে টেলিভিশন দেখার কথা তার ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়।

 

 

এসময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের মানুষ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এরপর ওই শিশু সবাইকে ঘটনাটি খুলে বলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পরেই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রভাষক নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।

 

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এঘটনায় থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিন ঘন্টার বাজারে বিক্রি হয় কোটি টাকার মাছ

বগুড়া ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার 

প্রকাশের সময় : ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

বগুড়ার ধুনটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় নুরুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বগুড়া শহরের ছিলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

নুরুল ইসলাম সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা মহিলা কলেজের প্রভাষক ও সোনাহাটা বটতলা এলাকার গফুর সরকারের ছেলে। এর আগে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বটতলা এলাকায় প্রভাষকের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

 

 

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণচেষ্টার শিকার ওই শিশুর বাবার বাড়ি নিমগাছি ইউনিয়নের হাসাপোটল গ্রামে। সে ছোট বেলা থেকেই নানা বাড়িতে থেকে স্থানীয় একটি কেজি স্কুল পড়াশোনা করে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শিশুটি স্কুল থেকে বাড়িতে আসে। পরে দুপুরে খাবার খেয়ে পাশের বাড়ির এক প্রতিবন্ধী শিশুর সাথে খেলতে যায়। এসময় প্রতিবন্ধী ওই শিশুর মামা প্রভাষক নুরুল ইসলাম বাড়িতে কেউ না থাকার সুযোগে ভুক্তভোগী শিশুটিকে টেলিভিশন দেখার কথা তার ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়।

 

 

এসময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের মানুষ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এরপর ওই শিশু সবাইকে ঘটনাটি খুলে বলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পরেই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রভাষক নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।

 

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এঘটনায় থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।