, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ধুনট চিকাশী মর্চা জলমহালে ৮শত কেজির বিভিন্ন পোনা মাছ অপমুক্ত

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী জলমহালে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

রবিবার (২৯শে জুন) বিকাল অনুমান ৪টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের চিকাশী জলাশয় ও জলমহালে কার্প জাতীয়’সহ বিভিন্ন রকমের ৮শত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের চিকাশী মর্চা জলমহাল টি ১৯ই জুন ২০২৫ ইং তারিখে ০৫.৫০.১০০০.০০৮,৬৭.০৮৫.১৫.১০৪০(৩) নং স্মারকের আদেশমূলে উক্ত জলমহালটি ১৪৩২-১৪৩৪ সালের জন্য ইজারামূল্য বাৎসরিক ১১,৬২,৮৭৫/- টাকায় পারলক্ষ্মীপুর সুলতানহাটা মৎস্যাজী সমিতির নামে ইজারা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায় এবং ৩০ই জুন ২০২৫ তারিখের মধ্যে ১৪৩২ সনের চিকাশি মর্চা জলমহালের ইজারা মূল্য = ১১,৬২,৮৭৫/- টাকা, ১৫% ভ্যাট ১,৭৪,৪৩১/- টাকা এবং ১০% আয়কর ১,১৬,২৮৮/- টাকা সরকারি তহবিলে চালান মূলে জমা ও পরিশোধ করতে বলেন সমিতিকে, পারলক্ষ্মীপুর সুলতানহাটা মৎস্যাজী সমিতির লোকজন রবিবার (২৯শে জুন) সম্পূর্ণ টাকা পরিশোধ করে।

 

পারলক্ষ্মীপুর সুলতানহাটা মৎস্যাজী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী বলেন সরকারের সম্পূর্ণ টাকা আইন অনুযায়ী রবিবারের পরিশোধ করে জলাশয় ও জলমহালে ৮০০শত কেজি কার্প জাতীয়’সহ বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছের পোনা অবমুক্ত কালে উপস্থিত ছিলেন মোঃ রব্বানী সরকার, আব্দুল মন্ডল, মজিবর সরকার, উজ্জল সরকার, আমির আলী, ফেরদৌস আলম, এরশাদ হোসেন, ফারুক আহমেদ প্রমুখ।

জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

ধুনট চিকাশী মর্চা জলমহালে ৮শত কেজির বিভিন্ন পোনা মাছ অপমুক্ত

প্রকাশের সময় : ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী জলমহালে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

 

রবিবার (২৯শে জুন) বিকাল অনুমান ৪টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের চিকাশী জলাশয় ও জলমহালে কার্প জাতীয়’সহ বিভিন্ন রকমের ৮শত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের চিকাশী মর্চা জলমহাল টি ১৯ই জুন ২০২৫ ইং তারিখে ০৫.৫০.১০০০.০০৮,৬৭.০৮৫.১৫.১০৪০(৩) নং স্মারকের আদেশমূলে উক্ত জলমহালটি ১৪৩২-১৪৩৪ সালের জন্য ইজারামূল্য বাৎসরিক ১১,৬২,৮৭৫/- টাকায় পারলক্ষ্মীপুর সুলতানহাটা মৎস্যাজী সমিতির নামে ইজারা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায় এবং ৩০ই জুন ২০২৫ তারিখের মধ্যে ১৪৩২ সনের চিকাশি মর্চা জলমহালের ইজারা মূল্য = ১১,৬২,৮৭৫/- টাকা, ১৫% ভ্যাট ১,৭৪,৪৩১/- টাকা এবং ১০% আয়কর ১,১৬,২৮৮/- টাকা সরকারি তহবিলে চালান মূলে জমা ও পরিশোধ করতে বলেন সমিতিকে, পারলক্ষ্মীপুর সুলতানহাটা মৎস্যাজী সমিতির লোকজন রবিবার (২৯শে জুন) সম্পূর্ণ টাকা পরিশোধ করে।

 

পারলক্ষ্মীপুর সুলতানহাটা মৎস্যাজী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী বলেন সরকারের সম্পূর্ণ টাকা আইন অনুযায়ী রবিবারের পরিশোধ করে জলাশয় ও জলমহালে ৮০০শত কেজি কার্প জাতীয়’সহ বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছের পোনা অবমুক্ত কালে উপস্থিত ছিলেন মোঃ রব্বানী সরকার, আব্দুল মন্ডল, মজিবর সরকার, উজ্জল সরকার, আমির আলী, ফেরদৌস আলম, এরশাদ হোসেন, ফারুক আহমেদ প্রমুখ।