
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া ০৫ (ধুনট – শেরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছেন।
এ সময় তিনি বলেন, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন। তার হাতেই বাংলাদেশ নিরাপদ, নিরাপদ দেশের জনগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় আগামী দিনগুলোতে সবার মনের কথা ও চাওয়া-পাওয়ার কথাই বলা হয়েছে, তাই এর বাস্তবায়ন করতে হবে।
মঙ্গলবার (০১ই জুলাই) সকাল থেকে দিনব্যাপী ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে গণসংযোগ করে ৩১ দফা লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন,ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবু মনসুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুর রহমান চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জিল হোসেন, উপজেলার ছাত্র দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মোহাম্মদ আলী জন, নিমগাছিন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, চিকাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কালাম, কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ধুনট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলীসহ উপজেলা বিএনপির সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।