, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিন ঘন্টার বাজারে বিক্রি হয় কোটি টাকার মাছ নিখোঁজ বিজ্ঞপ্তি বগুড়া নন্দীগ্রামে ৭০গ্রাম হেরোইনসহ আটক তিন বগুড়া ধুনটে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ বগুড়া ধুনটে ইছামতি নদী থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার তৃর্ণমুল পর্য়ায়ে মহিলা দলের কার্য়ক্রমকে আরও শক্তিশালী করতে হবে—-রেজাউল করিম বাদশা লালমনিরহাটে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি লালমনিরহাটে ‎একই দিনে, সরকারি দুই প্রতিষ্ঠানে মিলল দুইজনের ঝুলন্ত লাশ ‎লালমনিরহাটের খাতাপাড়া গ্রামের বাসিন্দারা মাদকসেবী ও চোর চক্রের ভয়াল ছোবলে অতিষ্ঠ বগুড়া ধুনটে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি

পাটগ্রামে থানা ভাংচুর করে সাজাপ্রাপ্ত আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগ

খাজা রাশেদ,লালমনিরহাট :

 

লালমনিরহাটের পাটগ্রাম থানা ভাংচুর করে চাঁদাবাজি মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামীকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২ জুলাই) রাতে পাটগ্রাম থানায় এ হামলা চালায় গ্রেপ্তার চাঁদাবাজি চক্রের সহযোগিরা।

ছিনিয়ে নেয়া সাজাপ্রাপ্তরা হলেন,পাটগ্রাম উপজেলার মমিনপুর এলাকার লিয়াকত আলীর ছেলে বেলাল হোসেন ও একই উপজেলার মির্জারকোর্ট এলাকার সামছুল হকের ছেলে সোহেল রানা।

পুলিশ ও স্থানীয়রা জানান, অবৈধ ভাবে পাথর উত্তোলন করে একটি চক্র রশিদ দিয়ে প্রকাশ্যে ট্রাক প্রতি ৫শত টাকা হারে চাঁদা আদায় করছে। যা প্রভাবশালী বিভিন্ন মহলে বন্টন হয়ে আসছে। এ চাঁদাবাজ সিন্ডকেটটি ক্ষমতাসীনদের দখলে। যখন যারা ক্ষমতায় আসে তখন তারা এটার নেতৃত্বে থাকেন এবং অংশ প্রাপ্ত হন।

 

এমন একটি অভিযোগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোহেল রানা ও বেলাল হোসেন নামে দুই চাঁদাবাজকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উত্তম কুমার দাস। পরে সাজাপ্রাপ্ততের থানায় নিয়ে আসা হলে মুহুর্তে খবর ছড়িয়ে পড়ে। এরপর তাদেরকে ছিনিয়ে নিতে একদল দুর্বৃত্ত থানায় ইট পাথর ছুড়ে হামলা ও ভাংচুর চালিয়ে তাদেরকে ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পাটগ্রাম থানা পুলিশ রাবার বুলেট ছুড়েও নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হয়। রণক্ষেত্রে পরিনত হয় পাটগ্রাম থানা এলাকা। আতংক ছড়িয়ে পড়ে পুরো শহর ও পাশ্ববর্তি হাতীবান্ধা উপজেলায়। অতিরিক্ত পুলিশ দাবি করলে পাশ্ববর্তি হাতীবান্ধা থানার সহায়তা কামনা করলে হাতীবান্ধা থানার সামনে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে চাঁদাবাজ চক্রের স্থানীয় সহযোগীরা।

অবশেষে লালমনিরহাট পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সেনা বাহিনী যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। এ ঘটনায় বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ সুপার। অপর দিকে পাথর মিশ্রিত বালু মহালের ইজারাদার মাহমুদ হোসেন বলেন, পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটে ১৭ জন শ্রমিক আহত হয়েছে।

 

এ ঘটনার বিষয়ে এনসিপি’র উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম ফেসবুক স্ট্যাটাসে বলেন, চাঁদাবাজকে সাজা দেয়ায় বিএনপি ও তাদের স্বেচ্ছাসেবক দলের কয়েকশত নেতাকর্মী পাটগ্রাম থানায় হামলা ভাংচুর করে গ্রেপ্তার তাদের কর্মীকে ছিনিয়ে নিয়েছে। হাতীবান্ধা থানা পুলিশের সহায়তা নেয়ার চেষ্টা করলে সে থানাও ঘেরাও করে রাখে বিএনপির নেতাকর্মীরা। বিএনপি এটা নিয়ে কি ব্যবস্থা নেয় সেটা দেখার অপেক্ষায় আছি। ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উত্তম কুমার বলেন, অবৈধ ভাবে পাথর উত্তোলন করে সড়কে দাড়িয়ে রশিদ মুলে ট্রাক প্রতি চাঁদা আদায় করার অপরাধে সোহেল রানা ও বেলাল হোসেন নামে দুই চাঁদাবাজকে এক মাস করে সাজা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাটগ্রাম থানায় পরিদর্শনে আসেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম। তদন্ত শেষে পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন ডিআইজি।

 

পরিদর্শন শেষে ডিআইজি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত দুই চাঁদাবাজকে থানার ভিতর থেকে ছিনিয়ে নিতে কতিপয় দুস্কৃতি হামলা ও ভাংচুর করেছে। এতে কিছু কম্পিউটার, ল্যাপটপ, গাড়ি ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে। কিছু ল্যাপটপ চুরি হয়েছে। অপরাধীদের সিসিটিভি ফুটেজ দেখে দেখে সনাক্ত করে মামলার ব্যবস্থা করা হচ্ছে।

 

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, অপরাধীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা অপরাধী এটাই তাদের পরিচয়।

জনপ্রিয়

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিন ঘন্টার বাজারে বিক্রি হয় কোটি টাকার মাছ

পাটগ্রামে থানা ভাংচুর করে সাজাপ্রাপ্ত আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশের সময় : ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

খাজা রাশেদ,লালমনিরহাট :

 

লালমনিরহাটের পাটগ্রাম থানা ভাংচুর করে চাঁদাবাজি মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামীকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২ জুলাই) রাতে পাটগ্রাম থানায় এ হামলা চালায় গ্রেপ্তার চাঁদাবাজি চক্রের সহযোগিরা।

ছিনিয়ে নেয়া সাজাপ্রাপ্তরা হলেন,পাটগ্রাম উপজেলার মমিনপুর এলাকার লিয়াকত আলীর ছেলে বেলাল হোসেন ও একই উপজেলার মির্জারকোর্ট এলাকার সামছুল হকের ছেলে সোহেল রানা।

পুলিশ ও স্থানীয়রা জানান, অবৈধ ভাবে পাথর উত্তোলন করে একটি চক্র রশিদ দিয়ে প্রকাশ্যে ট্রাক প্রতি ৫শত টাকা হারে চাঁদা আদায় করছে। যা প্রভাবশালী বিভিন্ন মহলে বন্টন হয়ে আসছে। এ চাঁদাবাজ সিন্ডকেটটি ক্ষমতাসীনদের দখলে। যখন যারা ক্ষমতায় আসে তখন তারা এটার নেতৃত্বে থাকেন এবং অংশ প্রাপ্ত হন।

 

এমন একটি অভিযোগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোহেল রানা ও বেলাল হোসেন নামে দুই চাঁদাবাজকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উত্তম কুমার দাস। পরে সাজাপ্রাপ্ততের থানায় নিয়ে আসা হলে মুহুর্তে খবর ছড়িয়ে পড়ে। এরপর তাদেরকে ছিনিয়ে নিতে একদল দুর্বৃত্ত থানায় ইট পাথর ছুড়ে হামলা ও ভাংচুর চালিয়ে তাদেরকে ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পাটগ্রাম থানা পুলিশ রাবার বুলেট ছুড়েও নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হয়। রণক্ষেত্রে পরিনত হয় পাটগ্রাম থানা এলাকা। আতংক ছড়িয়ে পড়ে পুরো শহর ও পাশ্ববর্তি হাতীবান্ধা উপজেলায়। অতিরিক্ত পুলিশ দাবি করলে পাশ্ববর্তি হাতীবান্ধা থানার সহায়তা কামনা করলে হাতীবান্ধা থানার সামনে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে চাঁদাবাজ চক্রের স্থানীয় সহযোগীরা।

অবশেষে লালমনিরহাট পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সেনা বাহিনী যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। এ ঘটনায় বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ সুপার। অপর দিকে পাথর মিশ্রিত বালু মহালের ইজারাদার মাহমুদ হোসেন বলেন, পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটে ১৭ জন শ্রমিক আহত হয়েছে।

 

এ ঘটনার বিষয়ে এনসিপি’র উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম ফেসবুক স্ট্যাটাসে বলেন, চাঁদাবাজকে সাজা দেয়ায় বিএনপি ও তাদের স্বেচ্ছাসেবক দলের কয়েকশত নেতাকর্মী পাটগ্রাম থানায় হামলা ভাংচুর করে গ্রেপ্তার তাদের কর্মীকে ছিনিয়ে নিয়েছে। হাতীবান্ধা থানা পুলিশের সহায়তা নেয়ার চেষ্টা করলে সে থানাও ঘেরাও করে রাখে বিএনপির নেতাকর্মীরা। বিএনপি এটা নিয়ে কি ব্যবস্থা নেয় সেটা দেখার অপেক্ষায় আছি। ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উত্তম কুমার বলেন, অবৈধ ভাবে পাথর উত্তোলন করে সড়কে দাড়িয়ে রশিদ মুলে ট্রাক প্রতি চাঁদা আদায় করার অপরাধে সোহেল রানা ও বেলাল হোসেন নামে দুই চাঁদাবাজকে এক মাস করে সাজা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাটগ্রাম থানায় পরিদর্শনে আসেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম। তদন্ত শেষে পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন ডিআইজি।

 

পরিদর্শন শেষে ডিআইজি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত দুই চাঁদাবাজকে থানার ভিতর থেকে ছিনিয়ে নিতে কতিপয় দুস্কৃতি হামলা ও ভাংচুর করেছে। এতে কিছু কম্পিউটার, ল্যাপটপ, গাড়ি ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে। কিছু ল্যাপটপ চুরি হয়েছে। অপরাধীদের সিসিটিভি ফুটেজ দেখে দেখে সনাক্ত করে মামলার ব্যবস্থা করা হচ্ছে।

 

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, অপরাধীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা অপরাধী এটাই তাদের পরিচয়।