
বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবীদলের নবনির্বাচীত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (০৫ই জুলাই) সন্ধ্যায় সাবগ্রাম ইউনিয়নের উদ্দিরগোলা বন্দরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় দলীয় কার্য়ালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর কবির সাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন।
তিনি বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের সকলে আমরা ভাই—ভাই। সকলে মিলে—মিশে বিএনপির সকল কর্মসুচি সফল করতে হবে। বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠানের জন্য ইউনিয়ন বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সদর উপজেলা বিএনপির সহ—প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু। বিনেপিনেতা আব্দুর রহমান পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির উদ্দিরগোলা বন্দর কমিটির সভাপতি আব্দুর রহমান, বিএনপিনেতা আব্দুল মান্নান, মাসুদ, জিয়া, সাহিনুর, ফেরদৌস, মোজ্জাফর হোসেন, মিলন, জিয়াউর রহমান মোন্না, সাইফুল ইসলাম, ডাঃ রফিক, মিন্টু, রফিকুল, মালেক, হয়রত প্রমুখ।
শেষে সাবগ্রাম ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মানিক মিয়া, সাধারন সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান বকুলসহ নবনির্বচিত নেতৃবৃন্দদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।