
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা পরিষদ মাল্টিপারপাস হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে এম.এ খায়েরের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ এবং নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি হিসেবে এম. এ খায়ের ও সাধারণ সম্পাদক হিসেবে মো. সাইদুর রহমান ভূইয়ার নাম ঘোষনা করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।