, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে পথরোধ করে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় আটক-১

পূর্ব বিরোধের জেরে বগুড়া শেরপুর উপজেলার পান্ডুরা গ্রামে এক চাচা-ভাতিজার উপর সংঘবদ্ধ হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় লাবলী খাতুন (৩৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।

 

জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ই জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে মিজানুর রহমান ও তার ভাতিজা মুন্জুরুল ইসলাম বোর্ডের হাট থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। তারা মালিহাটা গ্রামে পৌঁছালে অভিযুক্ত লাবলী খাতুনসহ আরও সাতজন পূর্ব শত্রুতার জেরে তাদের পথরোধ করে।

 

এরপর তারা দুইজনকে মারধর করে গুরুতর জখম করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এই ঘটনায় রাতেই মিজানুর রহমানের বাবা আব্দুল কুদ্দুস (৭৬) থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে রাত ১ টার দিকে মালিহাটা গ্রামের নিজ বাড়ি থেকে লাবলী খাতুনকে আটক করে। পরদিন ১৮ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়।

 

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

বগুড়া শেরপুরে পথরোধ করে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় আটক-১

প্রকাশের সময় : ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

পূর্ব বিরোধের জেরে বগুড়া শেরপুর উপজেলার পান্ডুরা গ্রামে এক চাচা-ভাতিজার উপর সংঘবদ্ধ হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় লাবলী খাতুন (৩৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।

 

জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ই জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে মিজানুর রহমান ও তার ভাতিজা মুন্জুরুল ইসলাম বোর্ডের হাট থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। তারা মালিহাটা গ্রামে পৌঁছালে অভিযুক্ত লাবলী খাতুনসহ আরও সাতজন পূর্ব শত্রুতার জেরে তাদের পথরোধ করে।

 

এরপর তারা দুইজনকে মারধর করে গুরুতর জখম করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এই ঘটনায় রাতেই মিজানুর রহমানের বাবা আব্দুল কুদ্দুস (৭৬) থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে রাত ১ টার দিকে মালিহাটা গ্রামের নিজ বাড়ি থেকে লাবলী খাতুনকে আটক করে। পরদিন ১৮ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়।

 

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।