
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম (৩৬) নামের এক শরবত বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯শে জুলাই) সাড়ে ৯ টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামের তিনমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের মৃত পলান শেখের ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ও তিনটি কন্যা সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম পেশায় একজন অটোভ্যান চালক হলেও তিনি বিভিন্ন সময়ে হাট বাজারে ফেরি করে শরবত বিক্রি করেন। ঘটনার দিন মঙ্গলবার সকাল ৯ টার দিকে তিনি চান্দাইকোনা হাটে শরবত বিক্রি করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
এসময় তিনমাথা মোড়ে একটি সমিতির ঘরে রাখা শরবত বিক্রি মালামাল বের করতে যায়। সেখানে ওই ঘরের ভিতরে একটি বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে জাহিদুল ইসলামের শরীরে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের গনমাধ্যম কর্মিরদের কাছে এতথ্য নিশ্চিত করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।