
বগুড়ার ধুনট উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে উপজেলার বিএনপির বিজয় মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধুনট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ০৫ (ধুনট – শেরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ, ধুনট উপজেলা বিএনপির সভাপতি, বগুড়া জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ,কে,এম তৌহিদুল আলম মামুন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “জুলাই ২০২৪-এ দেশের মানুষ যে গণজাগরণ ও আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তা ছিল স্বাধীনতার পর দ্বিতীয় বৃহত্তম জনজাগরণ। আজকের এই বিজয় মিছিল সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করিয়ে দেয়।”
তিনি আরও বলেন, “ছাত্র ও তরুণ সমাজই এই দেশের ভবিষ্যৎ। গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আমরা সবাই একতাবদ্ধ।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক।
স্থানীয় উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক শ্রমিক দল ও তাঁতী দল নেতৃবৃন্দ। মিছিলটি ধুনট বাজার এলাকা প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির অফিসের গিয়ে সমাবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, জনগণের ভোগান্তি, এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি তুলে ধরেন।