, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‎লালমনিরহাটে নতুন আঙ্গিকে নিউ আরামবাগ হোটেলের শুভ উদ্বোধন পঞ্চগড়ের বোদা বলরাম হাট বানিয়াপাড়ায় একটি লাশ উদ্ধার ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যু কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় উত্তেজনা কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা নেশার টাকা না শশুর বাড়িতে আগুন ‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার — গ্রেপ্তার ২ ‎ বগুড়া শেরপুরে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন

পলাশবা‌ড়ীতে ফসলী জ‌মি থে‌কে অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোলন কর‌ছেন সুমন-সুজন দুই ভাই

  • প্রকাশের সময় : ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে

শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবা‌ড়িী উপ‌জেলার বেতকাপা ইউ‌নিয়‌নের সা‌কোয়া ব্রীজ সংলগ্ন দক্ষিণ পার্শ্বে ফসলী জমির মাঝখানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।এতে ভাঙ্গন সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে আশপাশের আবাদী জমিগুলো।অভিযোগ সূত্রে জানা গেছে, ৩ ফসলী জ‌মি থে‌কে দীর্ঘ‌দিন যাবৎ অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোলন কর‌ছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মা‌ঝিপাড়া গ্রা‌মের মোজা মিয়ার ছে‌লে স‌হোদর ভাই সুমন ও সুজন। এলাকায় বিস্তর অ‌ভি‌যোগ, দীর্ঘদিন থেকে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফসলী জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন তারা। যার চারদিকে অনেক কৃষকের জমি রয়েছে। অনেক বার নিষেধ করার পরও তারা কারও কথা তোয়াক্কা করছেন না। ফলে আশপাশের ফসলি জমিগুলো ভেঙ্গে বড়ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অবৈধ ড্রেজার দ্বারা ফসলী জমি থেকে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা।স‌রেজ‌মি‌নে দেখা যায়, ট্রাক্টর দি‌য়ে বালু প‌রিবহন কর‌ছে। এ‌তে ক‌রে তিন ফসলী জ‌মিসহ সা‌কোয়াব্রীজ‌টি হুমকীর মু‌খে প‌ড়ে‌ছে। বেশ কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, প্রভাবশালী ব্যক্তিদ্বয় সুমন ও সুজন কাউকে তোয়াক্কা না করে প্রতিদিন রাত ৮টা হতে ভোর পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে করে কোনো কৃষকই ফসল করতে পারছে না। ড্রেজার দিয়ে অতিরিক্ত মাটি কাটার ফলে জমি গভীর হয়। ফলে অন্য জমিগুলোর পাড় ভেঙ্গে যায়। তা‌দের দাবী এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে কৃষকদের ফসলী জমিগুলো যাতে রক্ষা করা হয়। এ ব‌্যাপা‌রে সুমন ও সুজন মিয়া ব‌লেন, অ‌নেক‌দিন আ‌গে বালু উ‌ত্তোলন ক‌রে রাখা হ‌য়ে‌ছে এখন বালুগু‌লো নি‌য়ে যা‌চ্ছি। নতুন ক‌রে বালু তোলা হ‌চ্ছে না।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়সা রহমান তাপাদার বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

‎লালমনিরহাটে নতুন আঙ্গিকে নিউ আরামবাগ হোটেলের শুভ উদ্বোধন

পলাশবা‌ড়ীতে ফসলী জ‌মি থে‌কে অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোলন কর‌ছেন সুমন-সুজন দুই ভাই

প্রকাশের সময় : ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবা‌ড়িী উপ‌জেলার বেতকাপা ইউ‌নিয়‌নের সা‌কোয়া ব্রীজ সংলগ্ন দক্ষিণ পার্শ্বে ফসলী জমির মাঝখানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।এতে ভাঙ্গন সৃষ্টি হয়ে হুমকির মুখে পড়েছে আশপাশের আবাদী জমিগুলো।অভিযোগ সূত্রে জানা গেছে, ৩ ফসলী জ‌মি থে‌কে দীর্ঘ‌দিন যাবৎ অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোলন কর‌ছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মা‌ঝিপাড়া গ্রা‌মের মোজা মিয়ার ছে‌লে স‌হোদর ভাই সুমন ও সুজন। এলাকায় বিস্তর অ‌ভি‌যোগ, দীর্ঘদিন থেকে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফসলী জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন তারা। যার চারদিকে অনেক কৃষকের জমি রয়েছে। অনেক বার নিষেধ করার পরও তারা কারও কথা তোয়াক্কা করছেন না। ফলে আশপাশের ফসলি জমিগুলো ভেঙ্গে বড়ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অবৈধ ড্রেজার দ্বারা ফসলী জমি থেকে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা।স‌রেজ‌মি‌নে দেখা যায়, ট্রাক্টর দি‌য়ে বালু প‌রিবহন কর‌ছে। এ‌তে ক‌রে তিন ফসলী জ‌মিসহ সা‌কোয়াব্রীজ‌টি হুমকীর মু‌খে প‌ড়ে‌ছে। বেশ কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, প্রভাবশালী ব্যক্তিদ্বয় সুমন ও সুজন কাউকে তোয়াক্কা না করে প্রতিদিন রাত ৮টা হতে ভোর পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে করে কোনো কৃষকই ফসল করতে পারছে না। ড্রেজার দিয়ে অতিরিক্ত মাটি কাটার ফলে জমি গভীর হয়। ফলে অন্য জমিগুলোর পাড় ভেঙ্গে যায়। তা‌দের দাবী এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে কৃষকদের ফসলী জমিগুলো যাতে রক্ষা করা হয়। এ ব‌্যাপা‌রে সুমন ও সুজন মিয়া ব‌লেন, অ‌নেক‌দিন আ‌গে বালু উ‌ত্তোলন ক‌রে রাখা হ‌য়ে‌ছে এখন বালুগু‌লো নি‌য়ে যা‌চ্ছি। নতুন ক‌রে বালু তোলা হ‌চ্ছে না।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়সা রহমান তাপাদার বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।