
এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জনসাধারণের সঙ্গে দেখা ও কুশল বিনিময়ে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
শনিবার ৯ (আগষ্ট) বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে স্থানীয়দের খোঁজখবর নেন এবং তাদের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় দুলু বলেন, “মানুষের পাশে থাকা এবং তাদের দুঃখ-দুর্দশায় সহযোগিতা করাই আমার অঙ্গীকার।” এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ ইউনিয়নের সাধারন মানুষ উপস্থিত ছিলেন।