
নীলফামারীর ডোমারে সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নেতা মাসুম আহমেদ(৩৮)-কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
১১ আগস্ট(সোমবার) সকালে ডোমার মাদ্রাসা মোড় থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাসুম আহমেদ পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার মৃত মসলেম উদ্দীনের ছেলে। তিনি ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

পঞ্চানন রায় , নীলফামারী প্রতিনিধি : 
























