
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ী শাহ লস্কর জিলানী (রহ.) মাজার শরিফে একটি পুকুর খননের সময় প্রাচীন আমলের দুটি মাটির পারিন পাত্র (মাটি দিয়ে তৈরি পানির পাত্র) উদ্ধার হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকালে খনন কাজের সময় প্রায় ১২ ফুট মাটির নিচ থেকে পাত্র দুটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়দের মতে, পাত্র দুটি দেখতে অনেকটাই প্রাচীন যুগের, যা হতে পারে একাধিক শতাব্দী পুরোনো। বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে এবং ধারণা করা হচ্ছে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। এ ধরনের আবিষ্কার এলাকার ইতিহাস, সংস্কৃতি ও প্রাচীন জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই আবিষ্কার শোলাগাড়ী শাহ লস্কর মাজারের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকে আরও সমৃদ্ধ করেছে। তাঁরা আশা করছেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্রুত এ বিষয়ে তদন্ত ও গবেষণা চালাবে।
এখনও পর্যন্ত কোনো সরকারি প্রত্নতাত্ত্বিক সংস্থা ঘটনাস্থল পরিদর্শনে যায়নি, তবে এলাকাবাসী চাইছেন বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসুক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ 
























