
নিজস্ব প্রতিবেদক, ফেনী (সদর):
সোনাগাজীতে সাংগঠনিক গতিশীলতা বাড়াতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলার উদ্যোগে বক্তারমূন্সী বাজার দলীয় কার্যালয়ে রবিবার বিকালে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বকর ছিদ্দিক মারুফের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু।
বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সদস্য ও মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম শহিদুল ইসলাম শহীদ, মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই মানিক।
এসময় সোনাগাজী উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ সেলিম, যুগ্ম আহবায়ক আমির হোসেন দুলাল, শাহরিয়ার ইসলাম তুষার, কে এম ফখরুদ্দিন ফারুক, মেজবাহ উদ্দিন মোর্শেদ, আব্দুল আউয়াল সহ মজলিশপুর, বগাদানা, মঙ্গলকান্দি, আমিরাবাদ ও নবাবপুর ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।