
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (বয়স আনুমানিক ৩০ বছর) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার রহবল গ্রামের পাশে, ঢাকা-রংপুর মহাসড়কের কাছাকাছি এলাকায় গত গত রোববার (১০ আগস্ট) বিকেলে স্থানীয় কৃষক জহুরুল ইসলাম তার জমিতে পাট কাটতে গিয়ে পাটক্ষেতের ভেতর ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষের মাথার খুলি, মেরুদণ্ড, পা ও শরীরের অন্যান্য হাড়গোড় দেখতে পান। বিষয়টি চারপাশে চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে এবং বগুড়া সিআইডিকে অবহিত করে। পরে সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে কঙ্কালটি থানায় নিয়ে যায়।
উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে: একটি কালো বোরখা, রঙিন কলারের একটি ওড়না, খয়েরি রঙের পেটিকোট, এক জোড়া স্পঞ্জের স্যান্ডেল, একটি হাতের চুড়ি ও নগত ৭০ টাকা ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি একজন নারীর এবং এটি অনেক দিন আগের। পড়নের কাপড়চোপড় অনেকটাই নষ্ট হয়ে গেছে, তবে উদ্ধার হওয়া ব্যক্তিগত সামগ্রী দেখে এটি একজন নারীর দেহাবশেষ বলেই মনে হচ্ছে।
তিনি আরও জানান, কঙ্কালের পরিচয় শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
পুলিশের অনুরোধ: যদি কেউ উদ্ধার হওয়া কঙ্কাল, পোশাক বা অন্যান্য আলামতের সঙ্গে কোনো নিখোঁজ নারীর মিল খুঁজে পান অথবা পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন, তাহলে অনুগ্রহ করে বগুড়ার শিবগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ 
























