
জয়পুরহাটে কয়েক মাস থেকে সবজির বাজারে চলছে অস্থিরতা,কয়েক দফা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমলে ও কয়েক দিনের ব্যবধানে আবার বেড়ে যায়।বাজারে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে ।
কয়েক সপ্তাহে থেকে বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে, বর্তমান বাজারে কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি,বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি,করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি,পিঁয়াজ বিক্রি ৭০ থেকে ৮০ টাকা কেজি,এছাড়া দাম বেড়েছে পটুল চিচিঙ্গা লাউ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের।
এমন অবস্থায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ সহ সাধারণ ক্রেতারা,হিমশিম খাচ্ছে নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার কিনতে।
জয়পুরহাটের কয়েকটি বাজার,নতুন হাট,মাছুয়া বাজার,বটতলী বাজার, নিচিন্তা বাজারে সরজমিনে গিয়ে বিক্রিদের সাথে কথা বলে তারা জানান,কয়েক মাস থেকে টানা বৃষ্টির কারণে কৃষক ফসল ফলাতে পারছে না।আবার কিছু কিছু জায়গায় বন্যার কারণে অনেক ফসল নষ্ট হয়েছে।এবং অনেক ফলন কম হয়েছে।
এছাড়া সাধারণ সাথে কথা বললে তারা জানান,কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় শাক সবজির দাম ঊর্ধ্বগতি এবং টানা বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়েছে।