
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
সিপিএসসি বগুড়া, র্যাব-১২-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী উপজেলার চকবোঝাই সন্ধাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাসেল শেখ ওরফে রাসেল (৩১)–কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রাসেল শেখ বগুড়া সদর উপজেলার সাবগ্রাম করশা পাড়া এলাকার ইলিয়াস শেখের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে রাসেল শেখ আত্মগোপনে থেকে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন, যাতে গ্রেফতার এড়ানো সম্ভব হয়।
গ্রেফতারের পর আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।