, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা কালীগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার — গ্রেপ্তার ২ ‎

 

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ:

বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ নামক দোকান থেকে চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাই মাল ক্রয়ের অপরাধে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

চুরির এ ঘটনা ঘটে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় অবস্থিত ‘আর. জে. ইন্ডাস্ট্রিজ’ নামক প্রতিষ্ঠানে, যা ‘রিতা এন্টারপ্রাইজ’-এর সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ম্যানেজার সুমন হোসেন (২৮), পিতা নেহেরুল ইসলাম, সাং বিহারপুর, থানা আক্কেলপুর পৌরসভা, জেলা জয়পুরহাট—এই ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

চুরির বিবরণঃ বাদীর ভাষ্যমতে, ২১ আগস্ট রাত ৯টার দিকে কাজ শেষে তিনি বাসায় যান। ২৩ আগস্ট সকাল ৯টার দিকে প্রতিষ্ঠানের এক কর্মচারী ফোনে তাকে জানান যে, পিভিসি ফ্লোরে ডাইচ নাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান প্রতিষ্ঠানের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়েছে।

‎চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে: ৬” ইঞ্চি পাইপ তৈরির গোরানি – ১টি গ্লাস – ২টি নজেল – ৮” ইঞ্চি ১টি, ৬” ইঞ্চি ১টি, ৫” ইঞ্চি ১টি, ৪” ইঞ্চি ১টি (মোট ৩টি) সকেট ডাইস – ৮” ইঞ্চি ও ৬” ইঞ্চি
‎চোরাই মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ১,২৮,০০০/- টাকা।

পরবর্তীতে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২২ আগস্ট দুপুরে অজ্ঞাতনামা চোরেরা দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে যায়।

গ্রেফতার ও উদ্ধার অভিযানঃ মামলা দায়েরের পর শাজাহানপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে শহরের হাড্ডিপট্টি এলাকায় ‘আলিফ আইরোন’ দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার ও সংশ্লিষ্ট দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অব্যাহত তদন্তঃ পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ থেকে চোরাই মাল উদ্ধার — গ্রেপ্তার ২ ‎

প্রকাশের সময় : ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

 

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ:

বগুড়া শহরের কুখ্যাত হাড্ডিপট্টির ‘আলিফ আইরোন’ নামক দোকান থেকে চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাই মাল ক্রয়ের অপরাধে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

চুরির এ ঘটনা ঘটে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় অবস্থিত ‘আর. জে. ইন্ডাস্ট্রিজ’ নামক প্রতিষ্ঠানে, যা ‘রিতা এন্টারপ্রাইজ’-এর সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ম্যানেজার সুমন হোসেন (২৮), পিতা নেহেরুল ইসলাম, সাং বিহারপুর, থানা আক্কেলপুর পৌরসভা, জেলা জয়পুরহাট—এই ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

চুরির বিবরণঃ বাদীর ভাষ্যমতে, ২১ আগস্ট রাত ৯টার দিকে কাজ শেষে তিনি বাসায় যান। ২৩ আগস্ট সকাল ৯টার দিকে প্রতিষ্ঠানের এক কর্মচারী ফোনে তাকে জানান যে, পিভিসি ফ্লোরে ডাইচ নাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান প্রতিষ্ঠানের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়েছে।

‎চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে: ৬” ইঞ্চি পাইপ তৈরির গোরানি – ১টি গ্লাস – ২টি নজেল – ৮” ইঞ্চি ১টি, ৬” ইঞ্চি ১টি, ৫” ইঞ্চি ১টি, ৪” ইঞ্চি ১টি (মোট ৩টি) সকেট ডাইস – ৮” ইঞ্চি ও ৬” ইঞ্চি
‎চোরাই মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ১,২৮,০০০/- টাকা।

পরবর্তীতে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২২ আগস্ট দুপুরে অজ্ঞাতনামা চোরেরা দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে যায়।

গ্রেফতার ও উদ্ধার অভিযানঃ মামলা দায়েরের পর শাজাহানপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে শহরের হাড্ডিপট্টি এলাকায় ‘আলিফ আইরোন’ দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার ও সংশ্লিষ্ট দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অব্যাহত তদন্তঃ পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।