
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বড়বিলা গ্রামে এক পরিবারের গোয়ালঘর থেকে গাভী ও বকনাসহ চারটি গরু চুরি হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে মৃত মজিদ ফকিরের ছেলে আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।
আব্দুল কুদ্দুস জানান, প্রতিদিনের মতো গরুগুলো গোয়ালঘরে রেখে রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখেন গোয়ালঘরের দরজা খোলা এবং ভেতরে গরু নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও গরুর কোনো সন্ধান না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
এ বিষয়ে ধুনট থানার কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং চোরদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।