, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সাভারে অপপ্রচারের বিরুদ্ধে পাঁচ ভাইয়ের প্রতিক্রিয়া: “উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের টার্গেট করা হচ্ছে

  • প্রকাশের সময় : ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬০ পড়া হয়েছে

মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

সাভারে কথিত ‘পাঁচ ভাইয়ের সন্ত্রাসী চক্র’ নিয়ে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত মোশারফ হোসেন মুসা ও তার ভাইয়েরা।

তাদের ভাষ্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে পাঁচ ভাইয়ের তরফ থেকে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, “আমাদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডকে বিতর্কিত করতেই এই অপচেষ্টা।”

“আমরা রাজনীতির সঙ্গে, সমাজসেবায় আছি”

মোশারফ হোসেন মুসা জানান, তারা কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী , বরং স্থানীয়ভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন।

তিনি বলেন, “আমরা কখনোই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলাম না। একটি বিশেষ মহল আমাদের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে নিজস্ব স্বার্থ হাসিলের চেষ্টা করছে।”

রাজনৈতিক সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

একটি প্রতিবেদনে দাবি করা হয়, মুসা ও তার ভাইয়েরা একসময় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছেন। এ প্রসঙ্গে মুসা বলেন, “আমরা বড় পরিবার, আমাদের সঙ্গে অনেক মানুষের সামাজিক যোগাযোগ রয়েছে। সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করে আমাদের ‘মাফিয়া’ বানানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে সরাসরি জড়িত না থাকলেও আমাদের নিয়ে বারবার বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। আমাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো তদন্তে কোনো অপরাধের প্রমাণ মেলেনি।”

মুসার ছোট ভাই তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসানবলেন, “আমরা যদি সত্যিই কোনো অপরাধের সঙ্গে জড়িত হতাম, তাহলে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নিত। এখন পর্যন্ত প্রশাসন আমাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, কারণ কোনো অপরাধেই আমরা জড়িত নই।”

স্থানীয়দের মতে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ক্যাম্পেইন

সাভারের একাধিক স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, এ ধরনের খবর সম্প্রতি ফেসবুক ও কিছু অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়েছে। তবে এসব খবরের সত্যতা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “যে খবরগুলো ছড়ানো হচ্ছে, সেগুলোকে যাচাই না করে বিশ্বাস করা ঠিক হবে না। মনে হচ্ছে, এটি আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত একটি ক্যাম্পেইন।”

আরেকজন বলেন, “মুসা ভাইদের আমরা বহু বছর ধরে চিনি। তারা ব্যবসা ও সামাজিক কাজে জড়িত। এভাবে তাদের হঠাৎ করে সন্ত্রাসী বানানোর বিষয়টি সন্দেহজনক।”

জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

সাভারে অপপ্রচারের বিরুদ্ধে পাঁচ ভাইয়ের প্রতিক্রিয়া: “উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের টার্গেট করা হচ্ছে

প্রকাশের সময় : ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

সাভারে কথিত ‘পাঁচ ভাইয়ের সন্ত্রাসী চক্র’ নিয়ে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত মোশারফ হোসেন মুসা ও তার ভাইয়েরা।

তাদের ভাষ্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে পাঁচ ভাইয়ের তরফ থেকে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, “আমাদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডকে বিতর্কিত করতেই এই অপচেষ্টা।”

“আমরা রাজনীতির সঙ্গে, সমাজসেবায় আছি”

মোশারফ হোসেন মুসা জানান, তারা কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী , বরং স্থানীয়ভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন।

তিনি বলেন, “আমরা কখনোই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলাম না। একটি বিশেষ মহল আমাদের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে নিজস্ব স্বার্থ হাসিলের চেষ্টা করছে।”

রাজনৈতিক সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

একটি প্রতিবেদনে দাবি করা হয়, মুসা ও তার ভাইয়েরা একসময় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছেন। এ প্রসঙ্গে মুসা বলেন, “আমরা বড় পরিবার, আমাদের সঙ্গে অনেক মানুষের সামাজিক যোগাযোগ রয়েছে। সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করে আমাদের ‘মাফিয়া’ বানানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে সরাসরি জড়িত না থাকলেও আমাদের নিয়ে বারবার বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। আমাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো তদন্তে কোনো অপরাধের প্রমাণ মেলেনি।”

মুসার ছোট ভাই তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসানবলেন, “আমরা যদি সত্যিই কোনো অপরাধের সঙ্গে জড়িত হতাম, তাহলে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নিত। এখন পর্যন্ত প্রশাসন আমাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, কারণ কোনো অপরাধেই আমরা জড়িত নই।”

স্থানীয়দের মতে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ক্যাম্পেইন

সাভারের একাধিক স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, এ ধরনের খবর সম্প্রতি ফেসবুক ও কিছু অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়েছে। তবে এসব খবরের সত্যতা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “যে খবরগুলো ছড়ানো হচ্ছে, সেগুলোকে যাচাই না করে বিশ্বাস করা ঠিক হবে না। মনে হচ্ছে, এটি আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত একটি ক্যাম্পেইন।”

আরেকজন বলেন, “মুসা ভাইদের আমরা বহু বছর ধরে চিনি। তারা ব্যবসা ও সামাজিক কাজে জড়িত। এভাবে তাদের হঠাৎ করে সন্ত্রাসী বানানোর বিষয়টি সন্দেহজনক।”