, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজেকে বাচাতে আপন মামাকে খুন করার চেষ্টা করলো ভাগিনা

 

কথায় আছে অন্যর চেয়ে ক্ষতি বেশি করে আপন মানুষেরা। এই কথাটাই যেনো বাস্তবে মিলে গেলো আমিনুরের জীবনে।

 

বগুড়া জেলার, শেরপুর উপজেলা খানপুর ইউনিয়নে চক খাগা গ্রামের আবিদ আলীর ছেলে মোঃ আমিনুর ইসলাম দীর্ঘ দিন ধরে মুদির দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আরছিলো। কে বা জানতো এই দোকানি কাল হয়ে দাড়াবে তার জীবনে। বেশ কিছু দিন ধরে এলাকায় চুরির মাএা বেড়ে যাওয়াই (৬সেপ্টেম্বর রোজঃ শনিবার) দোকানে বেচা-কেনা শেষ করে নিজের দোকানে চুরি ঠেকাতে দোকানের ভিতরেই ঘুমানোর সিধান্ত নেয় আমিনুর ইসলাম।

 

ওই দিন আনুমানিক রাত ১টার দিকে দোকানের গ্যাস ফ্যান কেটে চুরির উদ্দেশ্যে ভিতরে ডুকে তার আপন ভাগ্গিনা কাওছার। এই সময় শব্দে আমিনুরের ঘুম ভেঙ্গে গেলে কওছারকে ঝাপটে ধরে নিজেকে বাচাতে আপন মামা আমিনুরকে ছুরি দিয়ে আঘাত করে ভাগ্গিনা কাওছার। পড়ে আমিনুরের চিতকার শুনে সবাই এগিয়ে এসে কাওছারকে হাতে নাতে আটক করে এবং পরিবারের লোক ও স্থানীয়রা আমিনুর কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসার জন্য নিয়ে যায়।

 

স্থানীয়রা জানান এই কাওছার প্রায় ১ মাস আগে একি দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮হাজার টাকার মোবাইল মিনিট কার্ড সহ সিগারেট চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনা স্থানে এসে কাওছার(১৬)কে আটক করে নিয়ে যায়।

 

এই ব্যাপারে খানপুর ইউনিয়নের বিট অফিসার এস আই আমিরুল ইসলাম জানান ঘটনাটি শুনে ঘটনাস্থানে গিয়ে কাওছারকে আটক করা হয়েছে এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে প্রয়োজনিও ব্যাবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

নিজেকে বাচাতে আপন মামাকে খুন করার চেষ্টা করলো ভাগিনা

প্রকাশের সময় : ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

 

কথায় আছে অন্যর চেয়ে ক্ষতি বেশি করে আপন মানুষেরা। এই কথাটাই যেনো বাস্তবে মিলে গেলো আমিনুরের জীবনে।

 

বগুড়া জেলার, শেরপুর উপজেলা খানপুর ইউনিয়নে চক খাগা গ্রামের আবিদ আলীর ছেলে মোঃ আমিনুর ইসলাম দীর্ঘ দিন ধরে মুদির দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আরছিলো। কে বা জানতো এই দোকানি কাল হয়ে দাড়াবে তার জীবনে। বেশ কিছু দিন ধরে এলাকায় চুরির মাএা বেড়ে যাওয়াই (৬সেপ্টেম্বর রোজঃ শনিবার) দোকানে বেচা-কেনা শেষ করে নিজের দোকানে চুরি ঠেকাতে দোকানের ভিতরেই ঘুমানোর সিধান্ত নেয় আমিনুর ইসলাম।

 

ওই দিন আনুমানিক রাত ১টার দিকে দোকানের গ্যাস ফ্যান কেটে চুরির উদ্দেশ্যে ভিতরে ডুকে তার আপন ভাগ্গিনা কাওছার। এই সময় শব্দে আমিনুরের ঘুম ভেঙ্গে গেলে কওছারকে ঝাপটে ধরে নিজেকে বাচাতে আপন মামা আমিনুরকে ছুরি দিয়ে আঘাত করে ভাগ্গিনা কাওছার। পড়ে আমিনুরের চিতকার শুনে সবাই এগিয়ে এসে কাওছারকে হাতে নাতে আটক করে এবং পরিবারের লোক ও স্থানীয়রা আমিনুর কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসার জন্য নিয়ে যায়।

 

স্থানীয়রা জানান এই কাওছার প্রায় ১ মাস আগে একি দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮হাজার টাকার মোবাইল মিনিট কার্ড সহ সিগারেট চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনা স্থানে এসে কাওছার(১৬)কে আটক করে নিয়ে যায়।

 

এই ব্যাপারে খানপুর ইউনিয়নের বিট অফিসার এস আই আমিরুল ইসলাম জানান ঘটনাটি শুনে ঘটনাস্থানে গিয়ে কাওছারকে আটক করা হয়েছে এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে প্রয়োজনিও ব্যাবস্থা নেওয়া হবে।