, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা কালীগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

নিজেকে বাচাতে আপন মামাকে খুন করার চেষ্টা করলো ভাগিনা

 

কথায় আছে অন্যর চেয়ে ক্ষতি বেশি করে আপন মানুষেরা। এই কথাটাই যেনো বাস্তবে মিলে গেলো আমিনুরের জীবনে।

 

বগুড়া জেলার, শেরপুর উপজেলা খানপুর ইউনিয়নে চক খাগা গ্রামের আবিদ আলীর ছেলে মোঃ আমিনুর ইসলাম দীর্ঘ দিন ধরে মুদির দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আরছিলো। কে বা জানতো এই দোকানি কাল হয়ে দাড়াবে তার জীবনে। বেশ কিছু দিন ধরে এলাকায় চুরির মাএা বেড়ে যাওয়াই (৬সেপ্টেম্বর রোজঃ শনিবার) দোকানে বেচা-কেনা শেষ করে নিজের দোকানে চুরি ঠেকাতে দোকানের ভিতরেই ঘুমানোর সিধান্ত নেয় আমিনুর ইসলাম।

 

ওই দিন আনুমানিক রাত ১টার দিকে দোকানের গ্যাস ফ্যান কেটে চুরির উদ্দেশ্যে ভিতরে ডুকে তার আপন ভাগ্গিনা কাওছার। এই সময় শব্দে আমিনুরের ঘুম ভেঙ্গে গেলে কওছারকে ঝাপটে ধরে নিজেকে বাচাতে আপন মামা আমিনুরকে ছুরি দিয়ে আঘাত করে ভাগ্গিনা কাওছার। পড়ে আমিনুরের চিতকার শুনে সবাই এগিয়ে এসে কাওছারকে হাতে নাতে আটক করে এবং পরিবারের লোক ও স্থানীয়রা আমিনুর কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসার জন্য নিয়ে যায়।

 

স্থানীয়রা জানান এই কাওছার প্রায় ১ মাস আগে একি দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮হাজার টাকার মোবাইল মিনিট কার্ড সহ সিগারেট চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনা স্থানে এসে কাওছার(১৬)কে আটক করে নিয়ে যায়।

 

এই ব্যাপারে খানপুর ইউনিয়নের বিট অফিসার এস আই আমিরুল ইসলাম জানান ঘটনাটি শুনে ঘটনাস্থানে গিয়ে কাওছারকে আটক করা হয়েছে এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে প্রয়োজনিও ব্যাবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নিজেকে বাচাতে আপন মামাকে খুন করার চেষ্টা করলো ভাগিনা

প্রকাশের সময় : ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

 

কথায় আছে অন্যর চেয়ে ক্ষতি বেশি করে আপন মানুষেরা। এই কথাটাই যেনো বাস্তবে মিলে গেলো আমিনুরের জীবনে।

 

বগুড়া জেলার, শেরপুর উপজেলা খানপুর ইউনিয়নে চক খাগা গ্রামের আবিদ আলীর ছেলে মোঃ আমিনুর ইসলাম দীর্ঘ দিন ধরে মুদির দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আরছিলো। কে বা জানতো এই দোকানি কাল হয়ে দাড়াবে তার জীবনে। বেশ কিছু দিন ধরে এলাকায় চুরির মাএা বেড়ে যাওয়াই (৬সেপ্টেম্বর রোজঃ শনিবার) দোকানে বেচা-কেনা শেষ করে নিজের দোকানে চুরি ঠেকাতে দোকানের ভিতরেই ঘুমানোর সিধান্ত নেয় আমিনুর ইসলাম।

 

ওই দিন আনুমানিক রাত ১টার দিকে দোকানের গ্যাস ফ্যান কেটে চুরির উদ্দেশ্যে ভিতরে ডুকে তার আপন ভাগ্গিনা কাওছার। এই সময় শব্দে আমিনুরের ঘুম ভেঙ্গে গেলে কওছারকে ঝাপটে ধরে নিজেকে বাচাতে আপন মামা আমিনুরকে ছুরি দিয়ে আঘাত করে ভাগ্গিনা কাওছার। পড়ে আমিনুরের চিতকার শুনে সবাই এগিয়ে এসে কাওছারকে হাতে নাতে আটক করে এবং পরিবারের লোক ও স্থানীয়রা আমিনুর কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসার জন্য নিয়ে যায়।

 

স্থানীয়রা জানান এই কাওছার প্রায় ১ মাস আগে একি দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮হাজার টাকার মোবাইল মিনিট কার্ড সহ সিগারেট চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনা স্থানে এসে কাওছার(১৬)কে আটক করে নিয়ে যায়।

 

এই ব্যাপারে খানপুর ইউনিয়নের বিট অফিসার এস আই আমিরুল ইসলাম জানান ঘটনাটি শুনে ঘটনাস্থানে গিয়ে কাওছারকে আটক করা হয়েছে এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে প্রয়োজনিও ব্যাবস্থা নেওয়া হবে।