
মোঃ আতাউর রহমান দিনাজপুর খানসামা উপজেলা প্রতিনিধিঃ
খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের ঝাপুপাড়া এলাকায় শাহানাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী মোস্তফা কামাল (৪৫) পলাতক রয়েছেন। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শাহানাজ বেগম আলোকডিহি সরকারপাড়ার মৃত হাচেন আলীর মেয়ে। ২২ বছরের সংসার জীবনে তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।
পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহের জেরে স্বামী দীর্ঘদিন ধরে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। সর্বশেষ শনিবার রাতেও শাহানাজকে মারধরের অভিযোগ রয়েছে। সকালে বাড়িতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। নিহতের ভাই রশিদুল অভিযোগ করেন, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা।
খানসামা থানার ওসি নজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা- তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।