
আলফাজ মামুন নুরী কক্সবাজার প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তাদের করণীয় শীর্ষক নানা নির্দেশনা ইতিমধ্যে পৌঁছে গেছে কক্সবাজারেও।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জানিয়েছেন, সরজমিন কেন্দ্র পরিদর্শন, ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য প্রস্তুত, সীমানা জটিলতা নিরসনসহ সব ধরনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকলেও কমিশন নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের লক্ষ্যে পূর্ণদমে কাজ করছে।
এদিকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পর দেখা গেছে—কক্সবাজার জেলায় নতুন ভোটার যোগ হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০০ জন, আর মৃত ভোটার সনাক্ত হয়েছে ২৭২৮৫ জন।
উপজেলা ভিত্তিক নতুন ভোটার ও মৃত ভোটারের পরিসংখ্যানঃ
• মহেশখালী: নতুন ভোটার ২৩,১১৭, মৃত ভোটার ২,৪২৫
• কুতুবদিয়া: নতুন ভোটার ৭,৯৯৫, মৃত ভোটার ২,৩৯০
• পেকুয়া: নতুন ভোটার ১২,৩৩১, মৃত ভোটার ২,৫০৭
• রামু: নতুন ভোটার ১৬,২৮২, মৃত ভোটার ৩,৬৬২
• চকরিয়া: নতুন ভোটার ২৭,৩৭৬, মৃত ভোটার ৬,৫০৭
• ঈদগাহ: নতুন ভোটার ৫,৯২৭, মৃত ভোটার ৮৩৭
• কক্সবাজার সদর: নতুন ভোটার ১২,১১৮, মৃত ভোটার ৪,১৩১
• উখিয়া: নতুন ভোটার ১৬,৫৭১, মৃত ভোটার ২,৬৭৮
• টেকনাফ: নতুন ভোটার ১৬,৯৮৩, মৃত ভোটার ২,১৪৮
জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, ২০২১ সাল থেকে জেলায় অনেক ভোটার মৃত্যুবরণ করলেও পরিসংখ্যানে তা অন্তর্ভুক্ত হয়নি। এবারের মাঠ জরিপে এ তথ্যগুলো হালনাগাদ করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে কেন্দ্রের অবস্থা, বুথ সংখ্যা, প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারসহ সকল প্রস্তুতির তথ্য চেয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কেন্দ্র পরিদর্শন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
শিগগিরই কক্সবাজারের আসনভিত্তিক ভোটারের চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করবে নির্বাচন কমিশন বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা।