, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ধুনটের নোমান ডাকসু নির্বাচনে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত

 

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরী গ্রামের কৃতি সন্তান আব্দুল্লাহ আল নোমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র শেখ মুজিবুর রহমান হল সংসদ নির্বাচনে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ইতিহাস গড়ার পথে তিনিই ধুনট উপজেলা থেকে প্রথম ব্যক্তি যিনি ডাকসুর হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে মাত্র ২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৪৬৩ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা মনির পেয়েছেন ৪৬১ ভোট।

নোমানের এই বিজয়ে আনন্দে ভাসছে তার শিক্ষা প্রতিষ্ঠান ও নিজ এলাকা। ঢাবির মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন,

“ক্রীড়াপ্রেমী মানুষ হিসেবে নোমান ভাইয়ের বিজয়ে আমি খুবই আনন্দিত। এই জয় শুধু ব্যক্তিগত নয়, ধুনটের জন্য গর্বের বিষয়।”

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ধুনট-এর সাবেক সভাপতি খোকন মাহমুদ বলেন,

“আব্দুল্লাহ আল নোমান ভালো, ভদ্র, মিশুক একজন মানুষ। যেখানে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে, সেখানে নোমানকে ভোট দিয়েছে তার ব্যক্তিত্বের জন্য। এই বিজয় ধুনট উপজেলার সকল মানুষের জন্য গর্বের।”

নোমান নিজেও জানান, ‎“নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম – ক্রীড়াঙ্গনের বিকাশ, সংস্কার ও উন্নয়নে পাশে থাকবো। পাশাপাশি হলে সিট বাণিজ্য, গেস্টরুমের নামে ভয়ভীতি প্রদর্শন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনিয়ম – এসব দখলদার রাজনীতির অবসান ঘটিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনতে কাজ করবো। আমি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”

 

‎উল্লেখ্য, ১৯৯০ সালের পর ২০১৯ সালে দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হলেও তখন ধুনট উপজেলা থেকে কেউ অংশ নেয়নি। ২০২৫ সালের এই নির্বাচনে আব্দুল্লাহ আল নোমান অংশগ্রহণ করে বিজয়ী হয়ে ধুনট উপজেলার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

ধুনটবাসী আশাবাদী, নোমান তার অঙ্গীকার বাস্তবায়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন ও ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের পথপ্রদর্শক হবেন।

জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

ধুনটের নোমান ডাকসু নির্বাচনে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত

প্রকাশের সময় : ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

 

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরী গ্রামের কৃতি সন্তান আব্দুল্লাহ আল নোমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র শেখ মুজিবুর রহমান হল সংসদ নির্বাচনে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ইতিহাস গড়ার পথে তিনিই ধুনট উপজেলা থেকে প্রথম ব্যক্তি যিনি ডাকসুর হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে মাত্র ২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৪৬৩ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা মনির পেয়েছেন ৪৬১ ভোট।

নোমানের এই বিজয়ে আনন্দে ভাসছে তার শিক্ষা প্রতিষ্ঠান ও নিজ এলাকা। ঢাবির মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন,

“ক্রীড়াপ্রেমী মানুষ হিসেবে নোমান ভাইয়ের বিজয়ে আমি খুবই আনন্দিত। এই জয় শুধু ব্যক্তিগত নয়, ধুনটের জন্য গর্বের বিষয়।”

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ধুনট-এর সাবেক সভাপতি খোকন মাহমুদ বলেন,

“আব্দুল্লাহ আল নোমান ভালো, ভদ্র, মিশুক একজন মানুষ। যেখানে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে, সেখানে নোমানকে ভোট দিয়েছে তার ব্যক্তিত্বের জন্য। এই বিজয় ধুনট উপজেলার সকল মানুষের জন্য গর্বের।”

নোমান নিজেও জানান, ‎“নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম – ক্রীড়াঙ্গনের বিকাশ, সংস্কার ও উন্নয়নে পাশে থাকবো। পাশাপাশি হলে সিট বাণিজ্য, গেস্টরুমের নামে ভয়ভীতি প্রদর্শন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনিয়ম – এসব দখলদার রাজনীতির অবসান ঘটিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনতে কাজ করবো। আমি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”

 

‎উল্লেখ্য, ১৯৯০ সালের পর ২০১৯ সালে দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হলেও তখন ধুনট উপজেলা থেকে কেউ অংশ নেয়নি। ২০২৫ সালের এই নির্বাচনে আব্দুল্লাহ আল নোমান অংশগ্রহণ করে বিজয়ী হয়ে ধুনট উপজেলার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

ধুনটবাসী আশাবাদী, নোমান তার অঙ্গীকার বাস্তবায়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন ও ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের পথপ্রদর্শক হবেন।