
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদরের ঐতিহ্যবাহী নুনগোলা ডিগ্রি কলেজে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব বুলু মিয়া সরকারের সুযোগ্য পুত্র এবং নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি বায়েজিদ বোস্তাম।
আলী আজগর তালুকদার হেনা তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৭ বছর একটি রাজনৈতিক দল দুঃশাসন চালিয়ে শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এখন দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং শিক্ষার মানোন্নয়নে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমরা চাই ভবিষ্যতেও এ অগ্রগতি অব্যাহত থাকুক।”
কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ জানান, “শ্রেণিকক্ষ সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। নতুন ভবনটি কলেজের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি বায়েজিদ বোস্তাম। তিনি শিক্ষকদের প্রতি যথাসময়ে শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল করিম রাফি, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক, উপাধ্যক্ষ নূর আলম, মিলন মিয়া, মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শফিকুল ইসলাম পলাশ, সোহেল রানা, আব্দুল হান্নান, বাহানুর রহমান, আবীর হাসান, বাঁধন, ফিরোজ আহমেদ, প্রান্ত, নাফির উদ্দিন, নাজমুল হক নয়ন প্রমুখ।
অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুন অর রশিদ।