, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কমিউনিটি ক্লিনিক সেবাদান কার্যক্রম জোরদারকরণে মানিকগঞ্জে সেমিনার

  • প্রকাশের সময় : ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

মো: আরিফুর রহমান অরি মানিকগঞ্জ প্রতিনিধি:

তৃণমূল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে মানিকগঞ্জে আয়োজিত এক সেমিনারে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তারুজ্জামান। সেমিনারের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব ড. মোনোয়ার হোসেন মোল্লা।

সেমিনারে সিএইচসিপি, সাংবাদিক, নাগরিক সমাজ, এনজিও প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা এবং জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উল্লেখ করা হয়, এক সিএইচসিপি এককভাবে ১০০টি নর্মাল ডেলিভারির রেকর্ড গড়ে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। এজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

বক্তারা আরও বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাচ্ছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন এবং সিএইচসিপিদের সেবার মানোন্নয়নে উৎসাহিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

কমিউনিটি ক্লিনিক সেবাদান কার্যক্রম জোরদারকরণে মানিকগঞ্জে সেমিনার

প্রকাশের সময় : ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মো: আরিফুর রহমান অরি মানিকগঞ্জ প্রতিনিধি:

তৃণমূল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে মানিকগঞ্জে আয়োজিত এক সেমিনারে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তারুজ্জামান। সেমিনারের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব ড. মোনোয়ার হোসেন মোল্লা।

সেমিনারে সিএইচসিপি, সাংবাদিক, নাগরিক সমাজ, এনজিও প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা এবং জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উল্লেখ করা হয়, এক সিএইচসিপি এককভাবে ১০০টি নর্মাল ডেলিভারির রেকর্ড গড়ে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। এজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

বক্তারা আরও বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাচ্ছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন এবং সিএইচসিপিদের সেবার মানোন্নয়নে উৎসাহিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।