, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা

পটিয়ায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১২

  • প্রকাশের সময় : ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

ফারুকুর রহমান বিনজু পটিয়া প্রতিনিধি :

চট্টগ্রামে পটিয়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ভেল্লাপাড়া যাত্রী ছাউনির খুঁটির সাথে ধাক্কা খেয়ে চট্টগ্রাম গামী মিনিবাসে র চাকার চাপায় পড়ে জাহেদা বেগম নামের এক মহিলা (৪৭)নিহত হয় ও ৮জন আহত।

ঘটনাটি ঘটে ১৮ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার)সকাল সাড়ে১১টায়।প্রতক্ষ্যদর্শী সানাউল্লাহ বলেন, শান্তির হাট হতে এগিয়ে আসা মিনি বাসটি (চট্টমেট্রো-চ-১২১২)ব্রেকফেল করে জাহেদাকে চাপা দিয়ে যাত্রীছাউনির খুটির সাথে ধাক্কা খায়।সাথে সাথে জাহেদা মারা যায়।৭জন যাত্রী আহত হয়।৩জনকে পটিয়া হাসপাতালে,৪জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।এ ছাড়াও অনেক যাত্রী হাতে,পায়ে মাথায় আঘাত পান।নিহত পথচারী জাহেদা এলাকার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের ২নং ওয়ার্ডের আল ইমরানের স্ত্রী।

হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন,আহত ব্যাক্তিদের হাসপাতালে পাঠানো হয়,গাড়ীটি আটক আছে।নিহতের লাশ পটিয়া হাসপাতালে আছে। আইন গত প্রক্রিয়া চলছে।

অপরটি ঘটে পটিয়া বাইপাস সড়কের কচুয়াই পয়েন্টে কক্সবাজার গামী তেলের ভাউচারের সাথে চট্টগ্রাম গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় দুপুর দেড়টায়।এতে উভয় গাড়ির ৫জন গুরুতর আহত হলে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়। এদিকে দিন দিন সড়ক দুর্ঘটনায় বেড়ে যাওয়াই বিক্ষোভে ফেটে পড়েন স্হানীয়রা।অদক্ষ চালক,লাইসেন্স বিহীন ড্রাইভার,ফিটনেস ছাড়া লক্কর ঝক্কর গাড়ি সার্ভিস থাকায় দিন দিন দুঘর্টনার ঘটনা বেড়ে চলছে।প্রতিদিন মায়ের বুক খালি হচ্ছে।প্রশাসন তা প্রতিরোধের ব্যবস্হা না নিলে স্হানীয়রা সড়ক দুর্ঘটনা প্রতিরোধের কর্মসুচি হাতে নিবেন বলে জানান।

জনপ্রিয়

অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা!

পটিয়ায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ১২

প্রকাশের সময় : ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ফারুকুর রহমান বিনজু পটিয়া প্রতিনিধি :

চট্টগ্রামে পটিয়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ভেল্লাপাড়া যাত্রী ছাউনির খুঁটির সাথে ধাক্কা খেয়ে চট্টগ্রাম গামী মিনিবাসে র চাকার চাপায় পড়ে জাহেদা বেগম নামের এক মহিলা (৪৭)নিহত হয় ও ৮জন আহত।

ঘটনাটি ঘটে ১৮ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার)সকাল সাড়ে১১টায়।প্রতক্ষ্যদর্শী সানাউল্লাহ বলেন, শান্তির হাট হতে এগিয়ে আসা মিনি বাসটি (চট্টমেট্রো-চ-১২১২)ব্রেকফেল করে জাহেদাকে চাপা দিয়ে যাত্রীছাউনির খুটির সাথে ধাক্কা খায়।সাথে সাথে জাহেদা মারা যায়।৭জন যাত্রী আহত হয়।৩জনকে পটিয়া হাসপাতালে,৪জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।এ ছাড়াও অনেক যাত্রী হাতে,পায়ে মাথায় আঘাত পান।নিহত পথচারী জাহেদা এলাকার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের ২নং ওয়ার্ডের আল ইমরানের স্ত্রী।

হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন,আহত ব্যাক্তিদের হাসপাতালে পাঠানো হয়,গাড়ীটি আটক আছে।নিহতের লাশ পটিয়া হাসপাতালে আছে। আইন গত প্রক্রিয়া চলছে।

অপরটি ঘটে পটিয়া বাইপাস সড়কের কচুয়াই পয়েন্টে কক্সবাজার গামী তেলের ভাউচারের সাথে চট্টগ্রাম গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় দুপুর দেড়টায়।এতে উভয় গাড়ির ৫জন গুরুতর আহত হলে তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়। এদিকে দিন দিন সড়ক দুর্ঘটনায় বেড়ে যাওয়াই বিক্ষোভে ফেটে পড়েন স্হানীয়রা।অদক্ষ চালক,লাইসেন্স বিহীন ড্রাইভার,ফিটনেস ছাড়া লক্কর ঝক্কর গাড়ি সার্ভিস থাকায় দিন দিন দুঘর্টনার ঘটনা বেড়ে চলছে।প্রতিদিন মায়ের বুক খালি হচ্ছে।প্রশাসন তা প্রতিরোধের ব্যবস্হা না নিলে স্হানীয়রা সড়ক দুর্ঘটনা প্রতিরোধের কর্মসুচি হাতে নিবেন বলে জানান।