
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোম্পানীগঞ্জে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বসুরহাট রিলাক্স কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াত ইসলামীর যৌথ উদ্যোগে সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি বলেন, “ধর্মীয় উৎসবসমূহকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন করায় সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব।”
বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসাইন, সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারী এবিএম হেলাল উদ্দিনও সভায় অংশ নিয়ে ধর্মীয় সহমর্মিতা এবং সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও উপজেলার প্রচার সম্পাদক আইয়ুব আলী বলেন, “স্থানীয়ভাবে ধর্মীয় সহমর্মিতা বৃদ্ধি করা এবং উৎসবকালীন নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মাষ্টার সন্তোষ কুমার, মাস্টার অসীম কুমার ও শ্যামল দাস। তারা ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সকলকে একসাথে উৎসব উদযাপনে সাহায্য করবে।”





















