
সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠু রাখতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২০ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার আরিফ হোসেন, জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকতা তামবীরুল ইসলাম,জয়পুরহাট ডিবির ওসি আবু বক্কর সিদ্দিক,জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক
প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বলেন,আসন্ন শারদীয় দুর্গাপৃজা বাঙালি হিন্দু সম্পাদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।এই উৎসবকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরেও বলেন দুর্গাপৃজার সময় প্রতিটা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হবে।জেলা ও উপজেলার প্রতিটা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় থাকবে।এছাড়া সিসিটিভি পুলিশ টহল ও ভ্রাম্যমান প্রতিনিধি দল সার্বক্ষণিক নজরদারি রাখবে।
এসময় বক্তারা বক্তব্যে বলেন সাংবাদিক সমাজের দর্পণ। সাংবাদিক সমাজের সব কিছু তুলে ধরতে পারে।
পুলিশ সুপার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন,সাংবাদিক আর আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় জয়পুরহাটে একটি শান্তিপৃণ শারদীয় দুর্গাপৃজা পালন হবে।





















