
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতা-কর্মীরা এলাকার সব পূজামন্ডপ পাহারা দেবে।
মঙ্গলবার রাতে বসুরহাটে পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা আমাদের ভাই। তাদের উৎসবে যাতে বাধা সৃষ্টি করতে না পারে, সেই দায়িত্ব বিএনপি কর্মীদের।”
ফখরুল অভিযোগ করে বলেন, কোম্পানীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর অতীতে অত্যাচার চালিয়েছে পলাতক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা ও তার বাহিনী। ভবিষ্যতে যেনো এ এলাকায় আর কোনো সন্ত্রাসীর জন্ম না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সভায় বৃন্দাবন মহাজন বাড়ি দূর্গা মন্দিরের সভাপতি সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল দাসের সঞ্চালনায় বক্তব্য দেন, ফ্রন্টের সদস্য সচিব অসীম মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমিত মজুমদার, বসুরহাট জগন্নাথ মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র দে প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, অধ্যাপক আবুল বাসার, একরামুল হক মিলন মেম্বার, আবু তোয়াহা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ছোটন, যুবদল নেতা মেহেদি হাসান টিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















