, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব

রামচন্দ্রপুর কিশোর সংঘের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার শুভ উদ্বোধন করলেন বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস

  • প্রকাশের সময় : ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২ পড়া হয়েছে

মোমিন আলি লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা ভারত (আন্তর্জাতিক): বাঙ্গালীর শ্রেষ্ট উৎসব হল দূর্গাপূজা।এই পূজা শরৎ ঋতুতেই অনুষ্ঠিত হয় বলে একে শারদীয়া পূজা বলা হয়। শরতের মনোনীত পরিবেশে মুগ্ধ করে তোলে মা মা দূর্গাদেবি। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে ,শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা এবং বাতাসে আগমনীর সুর এই দুইয়ের মিলনে বাংলার প্রাণে এক খুশির দোলা। আজ দেবিপক্ষে পূর্ণ্য লগ্নে দক্ষিণ ২৪ পরগনা জেলার হরিনারায়নপুর অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামে,রামচন্দ্রপুর কিশোর সংঘের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস । উদ্ধোধন পর বিধায়ক বিশ্বনাথ দাস মা দূর্গা দেবীর পায়ে ফুল দিয়ে দূর্গাদেবীর কাছে সকলের জন্য আশির্বাদ জানালেন। তিনি রামচন্দ্রপুর গ্ৰামে রামচন্দ্রপুর কিশোর সংঘের শ্রী শ্রী শারদীয়া দূর্গাপূজা শুভ উদ্বোধনের শুভক্ষণে শুভলগ্নে উপস্থিত হয়ে

তিনি বলেন প্রসঙ্গত, শহর ও গ্রামের একাধিক পুজো মণ্ডপে শুরু হয়ে গিয়েছে উদ্বোধনের পালা। মুখ্যমন্ত্রীর হাত ধরে মহালয়ার দিন থেকেই সেই সূচনা মনে করিয়ে দিচ্ছে বার বার যে শারদ উৎসব শুধু ধর্মীয় নয়, এটি বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য মিলনক্ষেত্র। এই পুজোতে পরিবেশ অনেক উচ্চ মর্যাদা দিয়েছে বলে আমি মনে করি। আমরা গর্বিত জয়নগর বিধানসভা সর্বমোট ১৬৫ টি পুজোর মণ্ডপ সরকারি সাহায্য পেয়েছে এবছর।এটা সবথেকে বড় ভালো কথা। ২০১১ সালের ক্ষমতা আসার পর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সর্বজনীন দুর্গাপূজা পশ্চিমবঙ্গের নয় ভারতে বাসির মধ্যে বিরাজমান করেছে।
তিনি আরোও বলেন আজ রামচন্দ্রপুর গ্ৰামের রামচন্দ্রপুর কিশোর সংঘের শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব এখানকার মানুষের মনকে উৎপেড়িত করেছেন। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যে জার , উৎসব কিন্তু সবার,।তাই আমি সমগ্ৰ দেশবাসীর প্রতি আহ্বান জানাবো আমরা সবাই এই মহাবিশ্বের মিলন ক্ষেত্রে সবাই একসাথে সঙ্ঘবদ্ধ ভাবে জাতী ধর্ম বর্ন নির্বিশেষে সকলে কাঁদে কাঁদ মিলিয়ে আমরা এই শারদ উৎসব উদযাপন করবো।আমি এখানে এসে দেখতে পেলাম একদিকে যেমন হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্য সংখ্যা পূজায় আনন্দে আনন্দিত হয়েছে ।ঠিক অন্যদিকে কম দেখনি মুসলিম সম্প্রদায় তথা অন্যান্য পরিবারের সদস্যরা সংখ্যা।তাই শারদীয়া দুর্গোৎসব এক নবরুপে সমগ্ৰ জাতীকে নিয়ে মহামিলন ক্ষেত্রের আবদ্ধ করেছেন। রামচন্দ্রপুর কিশোর সংঘের ক্লাবের পক্ষথেকে এবছর জাগলো বাংলার পূজার পত্রিকা হরিনারায়নপুর অঞ্চলের সমস্ত সদস্য সদস্যারা এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ হাতে তুলে দিলেন জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস।
আজ বিশ্বের দরবারে শারদ উৎসব সর্বোচ্চ সম্মান স্থান পেয়েছে।সেবাই আমাদের পরম ধর্ম। সকল বিদ্বেষ মুছে যাক আমার ধাত্রীভূমি থেকে। দেবী দুর্গা আমাদের লড়াইয়ের প্রেরণা, সংগ্রামের শক্তি। বিনাশ হোক সকল অশুভ শক্তির, মাতৃ প্রার্থনা আমার। এই শুভক্ষণে শুভলগ্নে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়হীন বাহিনীর সহসভাপতি রাজু লস্কর, হরিনারায়নপুর অঞ্চলের প্রধান সুজাউদ্দিন শেখ, হরিনারায়নপুর অঞ্চলের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি সফিউদ্দিন মোল্লা, হরিনারায়নপুর অঞ্চলের উপপ্রধান অপর্ণা মন্ডল , হরিনারায়নপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তথা রামচন্দ্রপুর কিশোর সংঘের পরিচালক -প্রতাপাদিত্য অধিকারী,জেলা পরিষদের সদস্যা উম্মেসালমা ঢালী ,মাতিন হালদার , মানষ নস্কর , সর্বানি মিস্ত্রি,উৎপল মন্ডল, আমজেদ মন্ডল, মমতাজ লস্কর, জাকির হোসেন মন্ডল, শফিক শেখ,জয়দেব মন্ডল, তপন কুমার মন্ডল, কামাল মন্ডল, নিশান মন্ডল,জগদীশ মন্ডল, বাপুনি নস্কর, বিমল নস্কর,জয়ন্ত মন্ডল, সোনালী মন্ডল, করবি মন্ডল, অতীশ মণ্ডল,ঝর্না হালদার, রানা হালদার, সুজাউদ্দিন বৈদ্য, টিংকু লস্কর , সেলিম বৈদ্য, লুৎফর বৈদ্য,লাবনী মন্ডল, সত্যজিৎ মন্ডল ,কমল নস্কর ,নজিবুর লস্কর, আলিম গাজী,মোস্তাকিন মোল্লা, জাফর মোল্লা, আবদার হোসেন , সেকেন্দার,আইয়ুব আলী মোল্লা, আজিমা বিবি, শুকুর আলী মল্লিক।আসিফ মোল্লা, ,মশিউর রহমান , সালাউদ্দিন মোল্লা, মনিরুল ইসলাম, আক্রাম মোল্লা, প্রসেনজিৎ মন্ডল, পরিতোষ মন্ডল, ভবতোষ রায় মন্ডল, বিকাশ মুখার্জী, রাখি মুখার্জী, বাপন সরদার, বন্দনা নস্কর, মনোরঞ্জন নস্কর, গিয়াস উদ্দিন মোল্লা, ভোলা দা, পঙ্কজ নস্কর, মইদুল লস্কর, আলীম মন্ডল, গোলাম মল্লিক, শ্যামল কুমার সরকার, সাহেব মন্ডল, রবিন সরদার, আশিস সরদার, আশীষ রঞ্জন মন্ডল, কমলেশ মন্ডল, রঞ্জিত মন্ডল, পান্নালাল ব্যানার্জি, বাপি ব্যানার্জি, সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ শুভক্ষণে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

রামচন্দ্রপুর কিশোর সংঘের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার শুভ উদ্বোধন করলেন বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস

প্রকাশের সময় : ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

মোমিন আলি লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা ভারত (আন্তর্জাতিক): বাঙ্গালীর শ্রেষ্ট উৎসব হল দূর্গাপূজা।এই পূজা শরৎ ঋতুতেই অনুষ্ঠিত হয় বলে একে শারদীয়া পূজা বলা হয়। শরতের মনোনীত পরিবেশে মুগ্ধ করে তোলে মা মা দূর্গাদেবি। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে ,শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা এবং বাতাসে আগমনীর সুর এই দুইয়ের মিলনে বাংলার প্রাণে এক খুশির দোলা। আজ দেবিপক্ষে পূর্ণ্য লগ্নে দক্ষিণ ২৪ পরগনা জেলার হরিনারায়নপুর অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামে,রামচন্দ্রপুর কিশোর সংঘের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস । উদ্ধোধন পর বিধায়ক বিশ্বনাথ দাস মা দূর্গা দেবীর পায়ে ফুল দিয়ে দূর্গাদেবীর কাছে সকলের জন্য আশির্বাদ জানালেন। তিনি রামচন্দ্রপুর গ্ৰামে রামচন্দ্রপুর কিশোর সংঘের শ্রী শ্রী শারদীয়া দূর্গাপূজা শুভ উদ্বোধনের শুভক্ষণে শুভলগ্নে উপস্থিত হয়ে

তিনি বলেন প্রসঙ্গত, শহর ও গ্রামের একাধিক পুজো মণ্ডপে শুরু হয়ে গিয়েছে উদ্বোধনের পালা। মুখ্যমন্ত্রীর হাত ধরে মহালয়ার দিন থেকেই সেই সূচনা মনে করিয়ে দিচ্ছে বার বার যে শারদ উৎসব শুধু ধর্মীয় নয়, এটি বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য মিলনক্ষেত্র। এই পুজোতে পরিবেশ অনেক উচ্চ মর্যাদা দিয়েছে বলে আমি মনে করি। আমরা গর্বিত জয়নগর বিধানসভা সর্বমোট ১৬৫ টি পুজোর মণ্ডপ সরকারি সাহায্য পেয়েছে এবছর।এটা সবথেকে বড় ভালো কথা। ২০১১ সালের ক্ষমতা আসার পর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সর্বজনীন দুর্গাপূজা পশ্চিমবঙ্গের নয় ভারতে বাসির মধ্যে বিরাজমান করেছে।
তিনি আরোও বলেন আজ রামচন্দ্রপুর গ্ৰামের রামচন্দ্রপুর কিশোর সংঘের শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব এখানকার মানুষের মনকে উৎপেড়িত করেছেন। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যে জার , উৎসব কিন্তু সবার,।তাই আমি সমগ্ৰ দেশবাসীর প্রতি আহ্বান জানাবো আমরা সবাই এই মহাবিশ্বের মিলন ক্ষেত্রে সবাই একসাথে সঙ্ঘবদ্ধ ভাবে জাতী ধর্ম বর্ন নির্বিশেষে সকলে কাঁদে কাঁদ মিলিয়ে আমরা এই শারদ উৎসব উদযাপন করবো।আমি এখানে এসে দেখতে পেলাম একদিকে যেমন হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্য সংখ্যা পূজায় আনন্দে আনন্দিত হয়েছে ।ঠিক অন্যদিকে কম দেখনি মুসলিম সম্প্রদায় তথা অন্যান্য পরিবারের সদস্যরা সংখ্যা।তাই শারদীয়া দুর্গোৎসব এক নবরুপে সমগ্ৰ জাতীকে নিয়ে মহামিলন ক্ষেত্রের আবদ্ধ করেছেন। রামচন্দ্রপুর কিশোর সংঘের ক্লাবের পক্ষথেকে এবছর জাগলো বাংলার পূজার পত্রিকা হরিনারায়নপুর অঞ্চলের সমস্ত সদস্য সদস্যারা এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ হাতে তুলে দিলেন জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস।
আজ বিশ্বের দরবারে শারদ উৎসব সর্বোচ্চ সম্মান স্থান পেয়েছে।সেবাই আমাদের পরম ধর্ম। সকল বিদ্বেষ মুছে যাক আমার ধাত্রীভূমি থেকে। দেবী দুর্গা আমাদের লড়াইয়ের প্রেরণা, সংগ্রামের শক্তি। বিনাশ হোক সকল অশুভ শক্তির, মাতৃ প্রার্থনা আমার। এই শুভক্ষণে শুভলগ্নে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়হীন বাহিনীর সহসভাপতি রাজু লস্কর, হরিনারায়নপুর অঞ্চলের প্রধান সুজাউদ্দিন শেখ, হরিনারায়নপুর অঞ্চলের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি সফিউদ্দিন মোল্লা, হরিনারায়নপুর অঞ্চলের উপপ্রধান অপর্ণা মন্ডল , হরিনারায়নপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তথা রামচন্দ্রপুর কিশোর সংঘের পরিচালক -প্রতাপাদিত্য অধিকারী,জেলা পরিষদের সদস্যা উম্মেসালমা ঢালী ,মাতিন হালদার , মানষ নস্কর , সর্বানি মিস্ত্রি,উৎপল মন্ডল, আমজেদ মন্ডল, মমতাজ লস্কর, জাকির হোসেন মন্ডল, শফিক শেখ,জয়দেব মন্ডল, তপন কুমার মন্ডল, কামাল মন্ডল, নিশান মন্ডল,জগদীশ মন্ডল, বাপুনি নস্কর, বিমল নস্কর,জয়ন্ত মন্ডল, সোনালী মন্ডল, করবি মন্ডল, অতীশ মণ্ডল,ঝর্না হালদার, রানা হালদার, সুজাউদ্দিন বৈদ্য, টিংকু লস্কর , সেলিম বৈদ্য, লুৎফর বৈদ্য,লাবনী মন্ডল, সত্যজিৎ মন্ডল ,কমল নস্কর ,নজিবুর লস্কর, আলিম গাজী,মোস্তাকিন মোল্লা, জাফর মোল্লা, আবদার হোসেন , সেকেন্দার,আইয়ুব আলী মোল্লা, আজিমা বিবি, শুকুর আলী মল্লিক।আসিফ মোল্লা, ,মশিউর রহমান , সালাউদ্দিন মোল্লা, মনিরুল ইসলাম, আক্রাম মোল্লা, প্রসেনজিৎ মন্ডল, পরিতোষ মন্ডল, ভবতোষ রায় মন্ডল, বিকাশ মুখার্জী, রাখি মুখার্জী, বাপন সরদার, বন্দনা নস্কর, মনোরঞ্জন নস্কর, গিয়াস উদ্দিন মোল্লা, ভোলা দা, পঙ্কজ নস্কর, মইদুল লস্কর, আলীম মন্ডল, গোলাম মল্লিক, শ্যামল কুমার সরকার, সাহেব মন্ডল, রবিন সরদার, আশিস সরদার, আশীষ রঞ্জন মন্ডল, কমলেশ মন্ডল, রঞ্জিত মন্ডল, পান্নালাল ব্যানার্জি, বাপি ব্যানার্জি, সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ শুভক্ষণে উপস্থিত ছিলেন।