
আবদাল মিয়া মৌলভীবাজার জেলাপ্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরন কোম্পানির তেলের লাইনে করা ছিদ্র (?) থেকে তেল প্রবাহিতের পর অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ একই পরিবারের মা-বাবা ও ছেলে সহ তিনজনের দুইজন গুরুতর আহত অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত ২-৩ ঘণ্টা ব্যবধানে আজ ২৭ সেপ্টেম্বর পিতা ও ছেলের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। একই সময়ে গুরুতর আহত মায়ের (রেদওয়ানের মা ) অবস্থাও আশঙ্কাজনক। যে কোন সময় অপ্রত্যাশিত কোন কিছু ঘটে যেতে পারে বলে ধারণা করছে স্বজনরা।
জানা যায়, দুষ্টচক্রের করা ঘটনায় সৃষ্ট কাণ্ডে ঘটনার দিন সন্ধ্যার পর ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার ইলামপাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহমান জৈতা ছড়ায় তেল ভেসে যাওয়াই ছড়ার মধ্যে মাছের চটফটানি দেখে মাছ শিকার করতে গিয়ে একই পরিবারের তিনজন আচমকা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে শ্রীমঙ্গল,মৌলভীবাজার ও সিলেট থেকে অবশেষে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তথ্যসুত্রে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ থেকে জানা যায়, ছেলে রেদওয়ান (২০) রাত তিনটায় মৃত্যুবরণ করেছেন এবং তার পিতা বশির মিয়া (৫০) ভোর সাড়ে ছয়টায় মৃত্যুবরণ করেন,তাদের সংবাদ এলাকায় পৌঁছতে না পৌঁছতেই আহত নারী রেদওয়ানের মা এবং বশিরের স্ত্রী তিনি ও সংকটাপন্ন বলে জানা গেছে। যদিও অগ্নিদগ্ধের ঘটনায় সবচেয়ে বেশি গুরুতর আহত ছিল বশিরের স্ত্রী, অথচ রেদওয়ান এবং বশির গুরুতর আহত নারীর আগেই মৃত্যুবরণ করেন, এই ঘটনার পিছনে চিকিৎসা জনিত কোন অবহেলা ? না কি অন্য কিছুর সূত্রপাত রয়েছে এ ব্যাপারে স্থানীযদের কেউ কেউ প্রশ্ন তুললে ও উত্তর মিলছে না! তাদের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী স্তম্ভিত।





















