
মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় গরু বোঝাই একটি নছিমন উল্টে ৩টি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ) দুপুর ২টার দিকে ভাঙ্গুড়া টু নওগাঁ সড়কের খানমরিচ ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে। গরু গুলো তারাশ থানার নওগাঁ এলাকার এক ব্যবসায়ী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ভাঙ্গুড়া শরৎনগর গরুর হাট থেকে ৯টি গরু বুঝাই একটি নম্বর ও অনুমোদনহীন নছিমন দিয়ে নওগাঁ যাচ্ছিল। এই সময় পরমানন্দপুর মোড়ে গাড়িটি ব্রেক করে ঘুরাতে গেলে ব্রেক থেকে পা সরে গেলে উল্টে পাশের খাদে পড়ে যায়। সে খানে ৯টি গরুর মধ্যে ৩টি গরু মারা যায়।এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। জানা যায় লছিমনে থাকা মানুষের কোন ক্ষতি হয়নি।
ভাঙ্গুড়া থানার ওসি সফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।





















