
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী কেফায়েত উল্যাহ চৌধুরী কিছমত হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডে তার নিজ বাসভবনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কিছমত চৌধুরীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মিজানুর রহমান মিলন।
সঞ্চালনায় ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব মাষ্টার অসীম মজুমদার। বক্তব্য রাখেন মাষ্টার সন্তোষ মজুমদার।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলার ১৩টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।





















