, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব

পটিয়া ইসলামী ব্যাংকে থালা ও কার্যক্রম বন্ধ। পুলিশের লাঠিচার্জে আহত ৭

  • প্রকাশের সময় : ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৬ পড়া হয়েছে

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা পৌরশহরের ব্যস্ততম সড়ক শহীদ ছবুর রোডে অবস্থিত এবং পটিয়ার ব্যস্ততম ইসলামী ব্যাংকে তালা মেরে সকল কার্যক্রম বন্ধ করে দেয় স্হানীয় জনতা।

উল্লেখ্য যে গতকাল ২৭শে সেপ্টেম্বর সাড়ে ৫হাজার জন তালিকা ভুক্ত ব্যাংককর্মী দের পুন:নিয়োগ পরীক্ষার দিন ধ্যর্য করা হয়।এতে পটিয়া শাখার ৩৫জন পরীক্ষায় অংশ গ্রহণ না করে আজ রবিবার ব্যাংকে আসলে কতৃপক্ষ বাধা দেয়।যারা ঢুকেছে তাদের রান্না ঘরে আটকে রাখে।এদের আইডি ইনএক্টিভ করে রাখে।কাজ না করতে নিষেধ করে।এ খবর বাইরে ছড়িয়ে পড়লে স্হানীয় জনতা ব্যাংকে ঢুকে তালা মেরে সকল কার্যক্রম বন্ধ করে দেয়।পুলিশ এসে লাঠির্চাজ করলে জনতা ক্ষেপে যায়।

পুলিশের লাঠিচার্জে ৭জন গুরতর আহত হয়ে পটিয়া স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তী হয়।আহতরা হলেন ওয়াহিদুল হক পিপলু (৩৮)পিতা মোজাহের হক,বড়লিয়া।সুমন(৩০)পিতা সুলতান আহমদ হাইদঁগাও।রিপন(৩৫)পিতা জালাল উদ্দীন পাইকপাড়া।মামুন সিকদার(৪৯)পিতা এখলাস মিয়া ছনহরা।মো: সোহেল (৪২)পিতা শফিউর রহমান ভাটিখাইন।মো: মুসা (৪২)পিতা আবদুল মালেক,বাহুলী।আবুল কাসেম(১৬)মো: আসাদুল কেলীশহর।বিএন নেতা রিংকুর আবস্হা আশাংকাজনক বলে স্হানীয়রা জানান।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান এ ব্যাপারে ব্যাংক কর্মকতাদের সাথে একটি বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে সচেতন নাগরিক কমিটি চাকরিচ্যুত ব্যাংকার স্হানীয় জনতাদের নিয়ে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ও চাকুরীচ্যুতদের চাকরি ফিরিয়ে দিতে পটিয়া থানার মোড় মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়।ওসির প্রত্যাহারের দাবিতে শহিদ সবুর রোড উত্তেজিত জনতা মিছিল বের করেন।ব্তমান পরিস্থিতি উত্তপ্ত। চাকরি ফিরিয়ে না দিলে বৃহত্তর কর্মসুচি গ্রহণ করা হবে। দেশের যে কোন ইসলামী ব্যাংকের সাথে প্রবাসে দেশে লেনদেন না করতে সকলকে অনুরোধ সচেতন নাগরিক কমিটি।

জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

পটিয়া ইসলামী ব্যাংকে থালা ও কার্যক্রম বন্ধ। পুলিশের লাঠিচার্জে আহত ৭

প্রকাশের সময় : ০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা পৌরশহরের ব্যস্ততম সড়ক শহীদ ছবুর রোডে অবস্থিত এবং পটিয়ার ব্যস্ততম ইসলামী ব্যাংকে তালা মেরে সকল কার্যক্রম বন্ধ করে দেয় স্হানীয় জনতা।

উল্লেখ্য যে গতকাল ২৭শে সেপ্টেম্বর সাড়ে ৫হাজার জন তালিকা ভুক্ত ব্যাংককর্মী দের পুন:নিয়োগ পরীক্ষার দিন ধ্যর্য করা হয়।এতে পটিয়া শাখার ৩৫জন পরীক্ষায় অংশ গ্রহণ না করে আজ রবিবার ব্যাংকে আসলে কতৃপক্ষ বাধা দেয়।যারা ঢুকেছে তাদের রান্না ঘরে আটকে রাখে।এদের আইডি ইনএক্টিভ করে রাখে।কাজ না করতে নিষেধ করে।এ খবর বাইরে ছড়িয়ে পড়লে স্হানীয় জনতা ব্যাংকে ঢুকে তালা মেরে সকল কার্যক্রম বন্ধ করে দেয়।পুলিশ এসে লাঠির্চাজ করলে জনতা ক্ষেপে যায়।

পুলিশের লাঠিচার্জে ৭জন গুরতর আহত হয়ে পটিয়া স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তী হয়।আহতরা হলেন ওয়াহিদুল হক পিপলু (৩৮)পিতা মোজাহের হক,বড়লিয়া।সুমন(৩০)পিতা সুলতান আহমদ হাইদঁগাও।রিপন(৩৫)পিতা জালাল উদ্দীন পাইকপাড়া।মামুন সিকদার(৪৯)পিতা এখলাস মিয়া ছনহরা।মো: সোহেল (৪২)পিতা শফিউর রহমান ভাটিখাইন।মো: মুসা (৪২)পিতা আবদুল মালেক,বাহুলী।আবুল কাসেম(১৬)মো: আসাদুল কেলীশহর।বিএন নেতা রিংকুর আবস্হা আশাংকাজনক বলে স্হানীয়রা জানান।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান এ ব্যাপারে ব্যাংক কর্মকতাদের সাথে একটি বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে সচেতন নাগরিক কমিটি চাকরিচ্যুত ব্যাংকার স্হানীয় জনতাদের নিয়ে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ও চাকুরীচ্যুতদের চাকরি ফিরিয়ে দিতে পটিয়া থানার মোড় মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়।ওসির প্রত্যাহারের দাবিতে শহিদ সবুর রোড উত্তেজিত জনতা মিছিল বের করেন।ব্তমান পরিস্থিতি উত্তপ্ত। চাকরি ফিরিয়ে না দিলে বৃহত্তর কর্মসুচি গ্রহণ করা হবে। দেশের যে কোন ইসলামী ব্যাংকের সাথে প্রবাসে দেশে লেনদেন না করতে সকলকে অনুরোধ সচেতন নাগরিক কমিটি।