, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব

লালমনিরহাটে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেফতার-৮

  • প্রকাশের সময় : ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৮ পড়া হয়েছে

খাজা রাশেদ,লালমনিরহাট  জেলা প্রাতিনিধি : লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ জন  সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময়ে, তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
‎জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এই চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মকবুল হোসেন,মিলন মিয়া, রাকিব হোসেন,সোহেল, মাসুদ রানা,আল-আমিন, জাহিদ ইসলাম ও রহমতুল্লাহ।

‎তারা লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলা ও রংপুর জেলার গংগাচড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।


‎পুলিশ জানায়,অভিযানের শুরুতে প্রথমে কালীগঞ্জ থানার তেতুলতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চক্রের মূল হোতা মোঃ মকবুল হোসেন ও সহযোগী মিলন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন লাল-কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা থানা এলাকায় ধারাবাহিক অভিযানে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময়ে বিভিন্ন স্থান থেকে আরও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎পুলিশের দাবি,এই চক্রটি দীর্ঘদিন ধরে লালমনিরহাটসহ আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল।
‎ চোরাই মোটরসাইকেলগুলো সীমান্তবর্তী এলাকায় বিক্রি করে তারা সক্রিয়ভাবে চক্র পরিচালনা করছিল।

‎এ বিষয়ে, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদত হোসেন সুমা (বিপিএম বার) জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চোর চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

লালমনিরহাটে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেফতার-৮

প্রকাশের সময় : ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

খাজা রাশেদ,লালমনিরহাট  জেলা প্রাতিনিধি : লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ জন  সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময়ে, তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
‎জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এই চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মকবুল হোসেন,মিলন মিয়া, রাকিব হোসেন,সোহেল, মাসুদ রানা,আল-আমিন, জাহিদ ইসলাম ও রহমতুল্লাহ।

‎তারা লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলা ও রংপুর জেলার গংগাচড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।


‎পুলিশ জানায়,অভিযানের শুরুতে প্রথমে কালীগঞ্জ থানার তেতুলতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চক্রের মূল হোতা মোঃ মকবুল হোসেন ও সহযোগী মিলন মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন লাল-কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা থানা এলাকায় ধারাবাহিক অভিযানে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময়ে বিভিন্ন স্থান থেকে আরও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎পুলিশের দাবি,এই চক্রটি দীর্ঘদিন ধরে লালমনিরহাটসহ আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল।
‎ চোরাই মোটরসাইকেলগুলো সীমান্তবর্তী এলাকায় বিক্রি করে তারা সক্রিয়ভাবে চক্র পরিচালনা করছিল।

‎এ বিষয়ে, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদত হোসেন সুমা (বিপিএম বার) জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চোর চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে।