, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব

নীলফামারীতে ৫ লাখ ৫৯ হাজার ৫৩৭ জন শিশুকে দেওয়া হবে টাইফয়েডের টিকা

  • প্রকাশের সময় : ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৯ পড়া হয়েছে

বাদশা প্রমাণিক স্টাফ  রিপোর্টারঃ নীলফামারীতে ৫ লাখ ৫৯ হাজার ৫৩৭ জন শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে এক মাসব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী ইপিআই মিলনায়তনে জেলা পর্যায়ে আয়োজিত অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩ লাখ ৮০ হাজার ৫০৫ জন ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ১ লাখ ৭৯ হাজার ৩২ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু বিনামূল্যে এই টিকা পাবে।

অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান শেখ কর্মসূচির কার্যক্রম উপস্থাপন করেন।

সভায় জানানো হয়, এই প্রথম সারাদেশব্যাপী টাইফয়েড প্রতিরোধে সরকারিভাবে টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে। টিকাদান কেন্দ্রে অনলাইন নিবন্ধনের পাশাপাশি তাৎক্ষণিকভাবে আগত শিশুদেরও টিকা দেওয়া হবে। জেলা সদরসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, স্কুল ও কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকা ক্যাম্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, টাইফয়েড একটি মারণব্যাধি। বিশেষ করে শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি অভিভাবকদের সন্তানদের টিকা দেওয়ার জন্য অনুরোধ জানান।

জনপ্রিয়

শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

নীলফামারীতে ৫ লাখ ৫৯ হাজার ৫৩৭ জন শিশুকে দেওয়া হবে টাইফয়েডের টিকা

প্রকাশের সময় : ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বাদশা প্রমাণিক স্টাফ  রিপোর্টারঃ নীলফামারীতে ৫ লাখ ৫৯ হাজার ৫৩৭ জন শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে এক মাসব্যাপী এই টিকাদান কর্মসূচি চলবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী ইপিআই মিলনায়তনে জেলা পর্যায়ে আয়োজিত অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩ লাখ ৮০ হাজার ৫০৫ জন ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ১ লাখ ৭৯ হাজার ৩২ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু বিনামূল্যে এই টিকা পাবে।

অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান শেখ কর্মসূচির কার্যক্রম উপস্থাপন করেন।

সভায় জানানো হয়, এই প্রথম সারাদেশব্যাপী টাইফয়েড প্রতিরোধে সরকারিভাবে টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে। টিকাদান কেন্দ্রে অনলাইন নিবন্ধনের পাশাপাশি তাৎক্ষণিকভাবে আগত শিশুদেরও টিকা দেওয়া হবে। জেলা সদরসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, স্কুল ও কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকা ক্যাম্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, টাইফয়েড একটি মারণব্যাধি। বিশেষ করে শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি অভিভাবকদের সন্তানদের টিকা দেওয়ার জন্য অনুরোধ জানান।