, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, ৪ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

 

শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আনন্দ টিভির শেরপুর জেলা প্রতিনিধি মো. মারুফুর রহমান (৪৮)। শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা সদরের ব্রীজপাড় এলাকায় এঘটনা ঘটে।

 

আহত সাংবাদিক মারুফুর রহমানকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে ৩ জনের নামে ও অজ্ঞাতনামা ৫/৬ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার ৪ দিনেও অপরাধীরা কেউ গ্রেপ্তার হয়নি। এ নিয়ে স্থানীয় সাংবাদিক নেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

অভিযোগে প্রকাশ, উপজেলা সদরের ব্রীজপাড় এলাকার বাসিন্দা প্রভাবশালী জনৈক আমেরিকা প্রবাসী ভাড়াটিয়া বাহিনী দিয়ে সরকারি জমিতে স্থানীয় প্রশাসনের জ্ঞাতো সারেই অবৈধভাবে একটি বহুতল ভবন নির্মাণ করছে। এমন অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে শুক্রবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলা সদরের মহারশি নদীর ব্রীজপাড় এলাকায় আসেন সাংবাদিক মারুফুর রহমান। এ সময় ভবনটির ছাদ ঢালের কাজ চলছিল।

 

সাংবাদিক মারুফ ঢালাই কাজের ছবি তোলতে গেলে আমেরিকা প্রবাসীর ভাড়াটিয়া বাহিনীর ৮/১০ জন সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করে। এসময় মারুফের আত্মচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে এলেও কোন কিনারা করতে পারেনি তারা। স্থানীয়রা জানান বাউন্ডারি ওয়াল বেষ্টীত ভবনের কেচি গেইট বন্ধ করে দিয়ে সন্ত্রাসীরা তাকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখে।

 

এক পর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোন, তার কাছে থাকা টাকা পয়সা ছিনিয় নেয় এবং তিন ফর্দের স্ট্যাম্পে তার কাছ থেকে জোরপূর্বক সই নেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক মারুফকে উদ্ধার করলেও তার কাছ থেকে সইনেয়া স্ট্যম্পে এখনও রয়েছে সন্ত্রাসীদের হতে । পরে স্থানীয় সাংবাদিকরা রাতেই তাকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।

 

এঘটনার তীব্র নিন্দাও ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক নেতা শহিদুল ইসলাম ও আদিল মাহমুদ উজ্জ্বলসহ অন্যান্য সাংবাদিক নেতা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত ও সমাজের জন্য ভয়াবহ দৃষ্টান্ত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

এ বিষয়ে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের হুশিয়ারি ও দেন সাংবাদিক নেতারা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো, আল আমিন বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এবিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, ৪ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

প্রকাশের সময় : ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

 

শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আনন্দ টিভির শেরপুর জেলা প্রতিনিধি মো. মারুফুর রহমান (৪৮)। শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা সদরের ব্রীজপাড় এলাকায় এঘটনা ঘটে।

 

আহত সাংবাদিক মারুফুর রহমানকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে ৩ জনের নামে ও অজ্ঞাতনামা ৫/৬ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার ৪ দিনেও অপরাধীরা কেউ গ্রেপ্তার হয়নি। এ নিয়ে স্থানীয় সাংবাদিক নেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

অভিযোগে প্রকাশ, উপজেলা সদরের ব্রীজপাড় এলাকার বাসিন্দা প্রভাবশালী জনৈক আমেরিকা প্রবাসী ভাড়াটিয়া বাহিনী দিয়ে সরকারি জমিতে স্থানীয় প্রশাসনের জ্ঞাতো সারেই অবৈধভাবে একটি বহুতল ভবন নির্মাণ করছে। এমন অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে শুক্রবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলা সদরের মহারশি নদীর ব্রীজপাড় এলাকায় আসেন সাংবাদিক মারুফুর রহমান। এ সময় ভবনটির ছাদ ঢালের কাজ চলছিল।

 

সাংবাদিক মারুফ ঢালাই কাজের ছবি তোলতে গেলে আমেরিকা প্রবাসীর ভাড়াটিয়া বাহিনীর ৮/১০ জন সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করে। এসময় মারুফের আত্মচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে এলেও কোন কিনারা করতে পারেনি তারা। স্থানীয়রা জানান বাউন্ডারি ওয়াল বেষ্টীত ভবনের কেচি গেইট বন্ধ করে দিয়ে সন্ত্রাসীরা তাকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখে।

 

এক পর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোন, তার কাছে থাকা টাকা পয়সা ছিনিয় নেয় এবং তিন ফর্দের স্ট্যাম্পে তার কাছ থেকে জোরপূর্বক সই নেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক মারুফকে উদ্ধার করলেও তার কাছ থেকে সইনেয়া স্ট্যম্পে এখনও রয়েছে সন্ত্রাসীদের হতে । পরে স্থানীয় সাংবাদিকরা রাতেই তাকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।

 

এঘটনার তীব্র নিন্দাও ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক নেতা শহিদুল ইসলাম ও আদিল মাহমুদ উজ্জ্বলসহ অন্যান্য সাংবাদিক নেতা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত ও সমাজের জন্য ভয়াবহ দৃষ্টান্ত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

এ বিষয়ে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের হুশিয়ারি ও দেন সাংবাদিক নেতারা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো, আল আমিন বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এবিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।