
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার ধুনট, শেরপুর এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১৪০টি অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে নতুন বস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন পুরো কার্যক্রমটি সম্পন্ন হয়েছে নিজস্ব অর্থায়নে, যার মাধ্যমে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধুনট কেন্দ্রীয় বারোয়ারি দুর্গা মন্দির প্রাঙ্গণে এক হৃদয়ছোঁয়া অনুষ্ঠানের মাধ্যমে উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহার হিসেবে দেওয়া হয় শাড়ি, লুঙ্গি এবং স্কুল ব্যাগ।
এই উদ্যোগে সহায়তা করেছে অনুভূতি সেবা কেন্দ্র। এর কর্ণধার শংকর কুমার ঘোষ বলেন,
“ধর্ম যার যার, উৎসব সবার – এই বিশ্বাস থেকেই আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র ঘোষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘সনাতন ৯২ পরিবার’-এর কেন্দ্রীয় কমিটির মডারেটর শংকর কুমার ঘোষ, সদস্য সঞ্চিতা সাহা, অশোক সাহা, শোভন দাস এবং ধুনট কেন্দ্রীয় বারোয়ারি দুর্গা মন্দির পূজা কমিটির সভাপতি তপু কুমার সাহা ও সাধারণ সম্পাদক লিখন কুমার সাহা।
বক্তারা বলেন, “শারদীয় উৎসবের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই। এই উদ্যোগ আগামীতে আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।”
এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে – এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ 

























