
ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। আজ বুধবার (১ অক্টোবর ২০২৫) তিনি কুমিল্লা মহানগরীর ৫, ১১, ১২, ১৯, ২০ ও ২২ নং ওয়ার্ডের পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, এবং বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন জানিয়েছেন, পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে তিনি সকল ধর্মের মানুষের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেছেন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।





















