
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন Serve for smail-এর উদ্যোগে শুক্রবার বিকেল ৫ টায় বসুরহাট হাসপাতাল রোডের কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
এসময় ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ২ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
প্রধান অতিথি অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সঠিক সুযোগ পেলে তারাই দেশের সম্পদে পরিণত হতে পারে। এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি অন্যদেরও অসহায়দের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান সাইফুল্লাহ মনছুর, হাসপাতালের এমডি মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহেদুর রহমান রাজন প্রমুখ।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।





















