
এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়াল খোওয়া বাজার এলাকায় বাড়ির পাশে গোবর ফেলার হাউজে পড়ে মুবিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশু শিয়াল খোওয়া বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেনের ছোট ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বাড়ির পাশে গোবর ফেলার হাউজে কোনো এক সময় খেলতে গিয়ে গোবর ফেলার হাউজে পড়ে যায় সে।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে। একপর্যায়ে বাড়ির পাশে ওই স্থানে গিয়ে হাউজ থেকে শিশু মুবিনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনর্চাজ রমজান আলী বলেন, বিষয়টি জানার পর ব্যবস্থা নেওয়া হবে।