, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাঙ্গুড়ায় রাস্তা কেটে পুকুর তৈরির অভিযোগে মানববন্ধন কালীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি

রহস্যময় এক তালা: শ্রীপুরের শিমুলতলী গ্রামের শ্রম-নাটক

  • প্রকাশের সময় : ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৪৭ পড়া হয়েছে

মোঃসুলতান মাহমুদ গাজীপুর প্রতিনিধি : শনিবারের (৪ অক্টোবর) সকাল, ঘড়ির কাঁটা তখন আটটা ছুঁই ছুঁই। অন্য দিনের মতোই গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শিমুলতলী গ্রামে অবস্থিত গার্ডেনিয়া ওয়ার লিমিটেড কারখানার গেটের দিকে পায়ে পায়ে এগোচ্ছিলেন শত শত শ্রমিক। তাঁদের চোখে-মুখে ছিল গত কয়েক দিনের অনিশ্চয়তা আর বকেয়া বেতনের চাপা উদ্বেগ। তাঁরা জানতেন, কর্তৃপক্ষের কথা অনুযায়ী আজ কারখানার তালা খোলার কথা।

কিন্তু গেটের কাছাকাছি আসতেই বুক কেঁপে উঠল! শ্রমিকদের কর্মক্ষেত্র, তাঁদের রুটিরুজির ঠিকানা—সেই মূল ফটকেই ঝুলছে এক অচেনা, রহস্যময় তালা!
যেন এক অদৃশ্য হাত রাতারাতি সব চাবি লুকিয়ে ফেলেছে।
গেটের সামনে টাঙানো হয়েছে একটি সাদামাটা নোটিশ। তাতে লেখা একটি তারিখ—৭ অক্টোবর, যেদিন নাকি বকেয়া বেতন পরিশোধ হবে। আর কারখানা ‘চালু’ হবে ৮ অক্টোবর।
এই নোটিশটি যেন শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। তাঁদের ক্ষোভ মুহূর্তে ফুঁসে উঠল, কারণ ২৯ সেপ্টেম্বরের আশ্বাসও ছিল এমনটাই—যে ৩০ সেপ্টেম্বর বেতন মিলবে। কিন্তু তা হয়নি। শ্রমিক প্রতিনিধি শামীম হতাশার সুরে জানান, “১৮ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এরপর ১ অক্টোবরও সিদ্ধান্ত অমান্য করা হলো। আজ সকালে এই তালা দেখে আমরা আর স্থির থাকতে পারিনি।”
আন্দোলনে উত্তাল হয়ে উঠল শিমুলতলী গ্রাম। একরাশ প্রশ্ন নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা: কে দিল এই তালা? কেনই বা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে? শ্রমিকদের মনে একটি প্রশ্ন থেকেই গেল: আসলেই কি গেট খুলবে?

জনপ্রিয়

ভাঙ্গুড়ায় রাস্তা কেটে পুকুর তৈরির অভিযোগে মানববন্ধন

রহস্যময় এক তালা: শ্রীপুরের শিমুলতলী গ্রামের শ্রম-নাটক

প্রকাশের সময় : ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

মোঃসুলতান মাহমুদ গাজীপুর প্রতিনিধি : শনিবারের (৪ অক্টোবর) সকাল, ঘড়ির কাঁটা তখন আটটা ছুঁই ছুঁই। অন্য দিনের মতোই গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শিমুলতলী গ্রামে অবস্থিত গার্ডেনিয়া ওয়ার লিমিটেড কারখানার গেটের দিকে পায়ে পায়ে এগোচ্ছিলেন শত শত শ্রমিক। তাঁদের চোখে-মুখে ছিল গত কয়েক দিনের অনিশ্চয়তা আর বকেয়া বেতনের চাপা উদ্বেগ। তাঁরা জানতেন, কর্তৃপক্ষের কথা অনুযায়ী আজ কারখানার তালা খোলার কথা।

কিন্তু গেটের কাছাকাছি আসতেই বুক কেঁপে উঠল! শ্রমিকদের কর্মক্ষেত্র, তাঁদের রুটিরুজির ঠিকানা—সেই মূল ফটকেই ঝুলছে এক অচেনা, রহস্যময় তালা!
যেন এক অদৃশ্য হাত রাতারাতি সব চাবি লুকিয়ে ফেলেছে।
গেটের সামনে টাঙানো হয়েছে একটি সাদামাটা নোটিশ। তাতে লেখা একটি তারিখ—৭ অক্টোবর, যেদিন নাকি বকেয়া বেতন পরিশোধ হবে। আর কারখানা ‘চালু’ হবে ৮ অক্টোবর।
এই নোটিশটি যেন শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। তাঁদের ক্ষোভ মুহূর্তে ফুঁসে উঠল, কারণ ২৯ সেপ্টেম্বরের আশ্বাসও ছিল এমনটাই—যে ৩০ সেপ্টেম্বর বেতন মিলবে। কিন্তু তা হয়নি। শ্রমিক প্রতিনিধি শামীম হতাশার সুরে জানান, “১৮ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এরপর ১ অক্টোবরও সিদ্ধান্ত অমান্য করা হলো। আজ সকালে এই তালা দেখে আমরা আর স্থির থাকতে পারিনি।”
আন্দোলনে উত্তাল হয়ে উঠল শিমুলতলী গ্রাম। একরাশ প্রশ্ন নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা: কে দিল এই তালা? কেনই বা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে? শ্রমিকদের মনে একটি প্রশ্ন থেকেই গেল: আসলেই কি গেট খুলবে?